images

তথ্য-প্রযুক্তি

স্যামসাং গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড: প্রথমবারের মতো ৩ ভাঁজ করা ফোন এলো

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১১ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ পিএম

স্যামসাং আনলো তাদের প্রথম ট্রাইফোল্ড স্মার্টফোন গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড। বহু প্রতীক্ষিত এই ডিভাইসটি ইতিমধ্যেই বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ বাজারে প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত হয়েছে।

চীনে প্রি-অর্ডার শুরু, দামও ঘোষণা

চীনের অনলাইন স্টোরে ফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছে। এখানে গ্যালাক্সি জেড ট্রাইফোল্ডের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে হুয়াই মেট এক্সটি। চীনে ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৯৯৯ ইয়ান। অন্যদিকে ১৬ জিবি র‍্যাম ও ১ টিবি স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছে ২১ হাজার ৯৯৯ ইয়ান।

Galaxy_Z_TriFold_1761635804168_1761635804361

আরও পড়ুন: ফোনের প্যাটার্ন-পিন ভুলে গেছেন? কয়েক মিনিটেই আনলক করার সহজ উপায়

আর কোন কোন দেশে পাওয়া যাচ্ছে?

চীন ছাড়াও দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরশাহী এবং যুক্তরাষ্ট্রে ১২ ডিসেম্বর থেকে প্রি-অর্ডার শুরু হয়েছে। আগামী সপ্তাহ থেকেই এসব দেশে ফোনটি বাজারে পাওয়া যাবে।

Samsung-Unveils-Galaxy-Z-TriFold-Worlds-First-Triple-Fold-Smartphone-Launches-at-2440

যুক্তরাজ্য বাদ, ভারতের সম্ভাবনা কবে?

এই তালিকায় যুক্তরাজ্যকে রাখা হয়নি। ধারণা করা হচ্ছে, আগামী বছর থেকেই সেখানে ফোনটি উপলভ্য হবে। ভারতের ক্ষেত্রে এখনো সরকারি ঘোষণা আসেনি, তবে বাজার-প্রবণতা দেখে ধারণা করা যাচ্ছে ২০২৫ সালের শুরুতেই সেখানে প্রি-অর্ডার চালু হতে পারে।  বাংলাদেশে এই ফোনটি আসবে কিনা তা এখনো জানা যায়নি। 

এজেড