বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফোনের প্যাটার্ন-পিন ভুলে গেছেন? কয়েক মিনিটেই আনলক করার সহজ উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম

শেয়ার করুন:

ফোনের প্যাটার্ন-পিন ভুলে গেছেন? কয়েক মিনিটেই আনলক করার সহজ উপায়
ফোনের প্যাটার্ন বা পিন ভুলে গেছেন? কয়েক মিনিটেই আনলক করার সহজ উপায়

ফোনের নিরাপত্তা লক ভুলে যাওয়া অনেকের কাছেই দুঃস্বপ্নের মতো পরিস্থিতি তৈরি করে। কারণ ফোনেই জমা থাকে ব্যক্তিগত ছবি, ভিডিও, বার্তা থেকে শুরু করে ব্যাংকিং তথ্য পর্যন্ত—যা ভুল হাতে পড়লে বড় ধরনের বিপদ হতে পারে। তাই স্ক্রিন লক, পিন বা প্যাটার্ন সকলে ব্যবহার করলেও ভুলে গেলে সমস্যায় পড়তে হয় বেশিরভাগ ব্যবহারকারীকে।

অনেকেই ফোন আনলক করতে গিয়ে নানা চেষ্টা করেও সফল হন না। শেষ পর্যন্ত অনেকে ফোনের ডেটা হারানোর ঝুঁকি নিয়েই অ্যাক্সেস ফিরে পেতে চান। তবে একটি সহজ পদ্ধতি রয়েছে, যা প্রয়োগ করলে কয়েক মিনিটেই ফোন আনলক করা সম্ভব।


বিজ্ঞাপন


নীচে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি দেওয়া হলো—

ফোন আনলক করার সহজ প্রক্রিয়া (ফ্যাক্টরি রিসেট প্রয়োজন)

১. পাওয়ার ও ভলিউম ডাউন বাটন চাপুন

দুই বাটন একসঙ্গে চেপে ধরুন। ফোন বন্ধ হয়ে ফাস্টবুট মোড দেখা না দেওয়া পর্যন্ত অপেক্ষা করুন।


বিজ্ঞাপন


২. রিকভারি মোডে যান

ভলিউম বাটন ব্যবহার করে “রিকভারি মোড” অপশনটি নির্বাচন করুন এবং পাওয়ার বাটন টিপে সিলেক্ট করুন।

loci

৩. স্ক্রিনে “No command” দেখালে কী করবেন

এ সময় একটি অ্যানড্রয়েড রোবটের ছবি সহ “No command” লেখা দেখা যাবে।

এখন আবার পাওয়ার বাটন চাপুন, এরপর দ্রুত একবার ভলিউম আপ বাটন চাপুন।

৪. ফ্যাক্টরি রিসেট সম্পন্ন করুন

প্রক্রিয়া সম্পূর্ণ হলে মেনুতে গিয়ে “রিবুট সিস্টেম” নির্বাচন করুন।

আরও পড়ুন: টিকটকে আপত্তিকর কনটেন্ট? ব্লক করুন বিরক্তিকর অ্যাকাউন্ট

৫. গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন

ফোন পুনরায় চালু হলে আগের গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করলেই ফোন ব্যবহার করা যাবে।

সতর্কতা

ফ্যাক্টরি রিসেট করলে ফোনের সব ডেটা মুছে যাবে। তাই এই প্রক্রিয়া শুরু করার আগে বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর