images

তথ্য-প্রযুক্তি

পেন্সিলের চেয়েও পাতলা স্মার্টফোন আনল মটোরোলা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ এএম

মটোরোলা তাদের জনপ্রিয় এজ সিরিজে নতুন স্মার্টফোন মটোরোলা এজ ৭০ উন্মোচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। ইতিমধ্যেই ফ্লিপকার্টে ফোনটির জন্য একটি মাইক্রো-সাইট চালু হয়েছে, যেখানে ডিজাইন ও কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার দেখা গেছে। মাত্র ৫.৯৯ মিলিমিটার পাতলা বডি, স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা এবং ৬৮ ওয়াট টার্বো চার্জিং—সব মিলিয়ে এজ ৭০ মিড-রেঞ্জ থেকে প্রিমিয়াম সেগমেন্টে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে।

ডিসপ্লে ও ডিজাইন

মটোরোলা এজ ৭০-তে রয়েছে ৬.৭ ইঞ্চি পি-ওএলইডি ডিসপ্লে, যার রেজুলেশন ১.৫কে (২৭১২×১২২০)। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর১০ প্লাস সাপোর্ট এবং সর্বোচ্চ ৪৫০০ নিটস পিক উজ্জ্বলতা দেওয়া হয়েছে। স্ক্রিন সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে করনিং গরিলা গ্লাস ৭আই।

moot

ডিজাইনের ক্ষেত্রে ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ এর অতিপতলা দেহ। মাত্র ৫.৯৯ মিলিমিটার মোটা এবং ওজন ১৫৯ গ্রাম হওয়ায় এটি হাতে নেওয়া ও ব্যবহার করা আরও আরামদায়ক হবে। ব্যাকপ্যানেলে গ্লাস ফিনিশ এবং পাশে একটি বিশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা কী দেওয়া হয়েছে, যা দ্রুত অ্যাপ চালু করা বা স্মার্ট শর্টকাট কাজে সহায়ক। ফোনটি আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিংসহ পানি ও ধুলা প্রতিরোধী।

পারফরম্যান্স

এজ ৭০-এ রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট, যার সর্বোচ্চ গতি ২.৮ গিগাহার্টজ এবং এটি তৈরি হয়েছে ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে। এর সঙ্গে দেওয়া হয়েছে ১২ গিগাবাইট এলপিডিডিআর৫এক্স র‌্যাম এবং সর্বোচ্চ ৫১২ গিগাবাইট ইউএফএস ৩.১ স্টোরেজ।

ফোনটি চলবে অ্যানড্রয়েড ১৬-এ এবং এর সঙ্গে যুক্ত থাকবে মটোরোলার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর পরিষেবাগুলো। নিরাপত্তার জন্য আছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মুখ শনাক্তকরণ ব্যবস্থা, থিংকশিল্ড সুরক্ষা প্রযুক্তি, আর এমআইএল-এসটিডি-৮১০এইচ মানের টেকসই বডি।

ক্যামেরা

মটোরোলা এজ ৭০-তে রয়েছে তিন ক্যামেরার পেছনের সিস্টেম। এর মধ্যে আছে, ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা (অপটিক্যাল স্থিরীকরণসহ)। ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড/দ্বিতীয় সেন্সর।

আরও পড়ুন: আইফোনের রিসেল ভ্যালু সবচেয়ে বেশি

সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, যা ৪কে ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। ফলে ফটোগ্রাফি হোক বা ভ্লগিং—দুই ক্ষেত্রেই এটি হবে অত্যন্ত কার্যকর।

ফোনটিতে আছে ৪৮০০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি, সঙ্গে ৬৮ ওয়াট টার্বোপাওয়ার চার্জিং এবং ১৫ ওয়াট তারহীন চার্জিং সাপোর্ট। একবার চার্জেই দীর্ঘ সময় ব্যবহার করা যাবে।

slim

ভারতে লঞ্চ ও সম্ভাব্য দাম

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ১৫ ডিসেম্বর ২০২৫-এর দিকে মটোরোলা এজ ৭০ ভারতে লঞ্চ হতে পারে। এর দাম প্রায় ৩৫ হাজার রুপির নিচে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফোনটি পাওয়া যাবে আকর্ষণীয় তিন রঙে ব্রোঞ্জ গ্রিন, লিলি প্যাড এবং গ্যাজেট গ্রে।

পাতলা ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স, আধুনিক ক্যামেরা ও প্রিমিয়াম ফিচারের সমন্বয়ে মটোরোলা এজ ৭০ ভারতীয় স্মার্টফোন বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি করতে প্রস্তুত। যারা মিড-রেঞ্জ বাজেটে একটি স্টাইলিশ ও উন্নতমানের অভিজ্ঞতা চান, তাদের জন্য এজ ৭০ হতে পারে অনন্য একটি পছন্দ।

এজেড