images

তথ্য-প্রযুক্তি

বিরল সূর্যগ্রহণ: ৬ মিনিট অন্ধকারে ডুবে যাবে পৃথিবী!

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ এএম

২০২৭ সালের ২ আগস্ট পৃথিবী বিরল এক জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে। সেদিন ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চল প্রায় ৬ মিনিটের জন্য অন্ধকারে ডুবে যাবে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এটিই হবে শতাব্দীর দীর্ঘতম পূর্ণ সূর্যগ্রহণের একটি।

পৃথিবীতে ঘটতে যাওয়া এই সূর্যগ্রহণটি সবচেয়ে পরিষ্কার দেখা যাবে ইউরোপের কিছু অংশ, পশ্চিম এশিয়া ও পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে। তবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং এশিয়ার বেশির ভাগ অঞ্চল থেকে গ্রহণটি দেখা সম্ভব হবে না।

surjo

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যমতে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি শুরু হবে পূর্ব আটলান্টিক থেকে। এরপর এটি উত্তর আফ্রিকার মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া ও মিসর অতিক্রম করে মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরের বিভিন্ন এলাকার ওপর দিয়ে সরে যাবে। মিসরের লাক্সর ও আসওয়ান শহরে সবচেয়ে দীর্ঘ সময় ধরে পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: ২০২৫ সালে সূর্যগ্রহণ কবে হবে?

পূর্ণগ্রাসের সময় সূর্য সাময়িকভাবে আড়ালে চলে গেলে চারপাশের আলো দ্রুত কমে আসবে। তাপমাত্রা কিছুটা নেমে যেতে পারে। সূর্যের চারপাশে করোনা তখন ক্ষীণ আলোয় জ্বলবে। ইউরোপের বহু স্থানে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে, যেখানে সূর্যকে মনে হবে ঠিক যেন কামড়ানো আপেল। তবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও এশিয়ার অনেক দেশ থেকেই গ্রহণটি দৃশ্যমান হবে না।

solar-eclipse-moon-sun-space-astronomy

সূর্যগ্রহণ কেন হয়?

যখন চাঁদ তার কক্ষপথে ঘুরতে ঘুরতে সূর্য ও পৃথিবীর মাঝখানে সরাসরি অবস্থান করে, তখন সূর্যের আলো কিছু সময়ের জন্য বাধাপ্রাপ্ত হয়। এ অবস্থাকে সূর্যগ্রহণ বলা হয়। যদি চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেয়, সেটিই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এ সময় দিনের বেলায়ও অন্ধকার নেমে আসে, বাতাসের তাপমাত্রা কমে যায় এবং অনেক প্রাণীর আচরণেও রাতের মতো পরিবর্তন দেখা দেয়।

চাঁদের এই ছায়াই মানবজাতিকে আবারও এক চমকপ্রদ মহাজাগতিক দৃশ্য উপহার দিতে চলেছে ২০২৭ সালে।

এজেড