সূর্যগ্রহণ নিয়ে প্রাচীণকাল থেকেই মানুষের আগ্রহ। এটা মহাজাতিক ঘটনা। যা বৈজ্ঞানিক ঘটনাও বটে। কিন্তুও তারপর সূর্যগ্রহণ নিয়ে বহু ‘মিত’ রয়েছে। অনেকেই আছেন সূর্যগ্রহণ কবে হবে তার খোঁজ রাখেন। গ্রহণের দিন নানান নিয়ম-কানুন মেনে চলেন। জানুন ২০২৫ সালের সূর্যগ্রহণ সম্পর্কে।
আরও পড়ুন: সূর্যগ্রহণের সময় যে ভুল করেন অনেকেই
বিজ্ঞাপন
সূর্যগ্রহণ কেন হয়?
চাঁদ যখন পৃথিবীর কক্ষপথে ঘোরে, তখন তার প্রদক্ষিণ পথে কখনও কখনও চাঁদ এসে পড়ে সূর্য এবং পৃথিবীর মাঝখানে। তখন তারা থেকে আলোর বিচ্ছুরণ বাধাগ্রস্ত হয় এবং সূর্যের গ্রহণ ঘটে। অন্যভাবে বললে বলা যায়, চাঁদ এই সময় পৃথিবীকে তার ছায়ায় ঢেকে ফেলে। সূর্যগ্রহণ হয় তিন ধরনের। আর এই ধরনগুলো নির্ভর করে চাঁদ সূর্যকে কতটা ঢেকে ফেলছে তার ওপর।

২০২৫ সালে সূর্যগ্রহণ কয়টি?
বিজ্ঞাপন
চলতি ২০২৫ সালে সূর্যগ্রহণ হবে দুইটি।
আরও পড়ুন: ২০২৫ সালের চন্দ্র ও সূর্যগ্রহণ কবে?
২০২৫ সালের সূর্যগ্রহণ কবে হবে?
২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ হবে ২৯ শে মার্চ। সেই গ্রহণ দেখা যাবে, ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও উত্তর ও দক্ষিণ আমেরিকার বহু অংশ থেকে। এর ছায়া বিস্তৃত হবে আর্কটিক ও আটলান্টিক মহাসাগর পর্যন্ত।

২০২৫ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ ২১ সেপ্টেম্বরে। দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা যাবে, পেসিফিক, আন্টার্টিকার আকাশে, এছাড়াও তা দেখা যাবে অস্ট্রেলিয়া ও আন্টার্টিকার আকাশে।
এজেড

