images

তথ্য-প্রযুক্তি

মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন উদ্ভাবন করল জাপান, দাম কত?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৩০ নভেম্বর ২০২৫, ১০:১৯ এএম

জাপানের একটি সংস্থা মানুষের ধোয়ার জন্য একটি বিশেষ ওয়াশিং মেশিন তৈরি করেছে। জামাকাপড় ধোয়ার মতোই এবার মানুষও এই মেশিনে ধোয়া যাবে। ওসাকায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সপোতে প্রথমবার এটি প্রদর্শিত হয়েছিল এবং এখন জাপানের বাজারে বিক্রি শুরু হয়েছে।

মেশিনের কাজ করার পদ্ধতি

সংস্থা ‘সায়েন্স’ জানিয়েছে, মেশিনের ভেতরে থাকা ক্যাপসুলে প্রবেশ করে ঢাকনা বন্ধ করলে ধোয়ার প্রক্রিয়া শুরু হয়। এটি জামাকাপড়ের মতো ঘোরানো বা কাঁচাকাচি করবে না। বরং ধোয়ার মতো ছোট ছোট জলকণা এবং মাইক্রো-বুদবুদ ব্যবহার করে পুরো শরীর পরিষ্কার ও সতেজ রাখবে।

science-human-washing-machine-3-653x435

মেশিনে থাকা সেন্সর হৃদস্পন্দন এবং অন্যান্য শারীরিক মানদণ্ড পর্যবেক্ষণ করবে, যাতে ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত হয়। ধোয়ার সময় হালকা সঙ্গীত বাজবে এবং মনকে শান্ত করতে ভিডিও বা ছবি প্রদর্শন করা হবে। ধোয়ার পর শরীরও শুকানো হবে, ফলে গোসলের পর গা মোছার ঝামেলা থাকবে না।

আরও পড়ুন: শীতকালে গিজার চালু রেখে গোসল করছেন? জানুন কী বিপদ অপেক্ষা করছে

প্রাচীন ধারণা থেকে বাস্তবায়ন

১৯৭০-এর দশকে ওয়ার্ল্ড এক্সপোতে প্রথমবার এই ধরনের একটি ধারণা প্রদর্শিত হয়েছিল। সেই সময়ের ধারণা থেকেই ভবিষ্যতে মানুষ ধোয়ার যন্ত্র তৈরি করার স্বপ্ন দেখেছিলেন সায়েন্স সংস্থার বর্তমান কর্মকর্তারা।

বাজার ও দাম

জাপান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, আপাতত ৫০টি মেশিন তৈরি হবে। এর দাম প্রায় ৩ লাখ ৮৫ হাজার মার্কিন ডলার। ইতিমধ্যেই ওসাকার একটি হোটেল এই যন্ত্র কিনেছে অতিথিদের জন্য এবং আমেরিকার একটি রিসোর্ট সংস্থা আগ্রহ দেখিয়েছে।

এজেড