তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৪ অক্টোবর ২০২৫, ১০:০৫ এএম
যুগ এখন প্রযুক্তির, তা আমাদের জীবনে এমনভাবেই জেঁকে বসেছে যে এক পাও অন্যভাবে ফেলার কথা আমরা আর কল্পনাও করে উঠতে পারি না। এই যেমন ইন্টারনেটের কথাই ধরা যাক না কেন! এক সময়ে যাদের বাড়িতে ইন্টারনেট কানেকশন থাকত, তারা হয়ে উঠেছিলেন বাকিদের ঈর্ষার পাত্র। ধীরে ধীরে নেটদুনিয়ার জানালা খুলে গেল সবার জন্য। এখন আর ইন্টারনেট নানা টেলিকম সংস্থার অফারের সৌজন্যে ততটাও দামি বলে মনে হয় না।
তাছাড়া এটাও অস্বীকার করা যাবে না যে ইন্টারনেট দুনিয়ায় এক নতুন বিপ্লব এসেছে। ইন্টারনেট ডেটার খরচ এক ধাক্কায় অনেকটাই কম হয়েছে এবং মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্তদের হাতের নাগালে এসেছে। এর ফলে শহরের সীমানা ছাড়িয়ে এখন ইন্টারনেট পৌঁছে গিয়েছে প্রত্যন্ত গ্রামাঞ্চলে।
এক নজরে দেখে নেওয়া যাক ইন্টারনেটের খরচের দিক থেকে ভারত সারা বিশ্বে কত নম্বর স্থান দখল করেছে। একই সঙ্গে দেখে নেওয়া যাক ২০২৫ সালে এসেও সবচেয়ে ব্যয়বহুল ইন্টারনেটের নিরিখে শীর্ষ ১০ দেশ কোনগুলো।

সবচেয়ে ব্যয়বহুল ইন্টারনেটের তালিকায় শীর্ষ ১০টি দেশের মধ্যে পাকিস্থান অন্যতম। তাহলে ভারতের অবস্থান কোথায়? চোখ রাখা যাক পরের ধাপে
সংযুক্ত আরব আমিরাত: ইন্টারনেটের সর্বোচ্চ খরচের দিক থেকে বিশ্বে শীর্ষে, গড়ে প্রতি Mbps ৪.৩১ ডলার।
ঘানা: বিশ্বব্যাপী এই দেশ দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে ইউজাররা ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতি Mbps ২.৫৮ ডলার প্রদান করেন।
সুইজারল্যান্ড: প্রতি Mbps ২.০৭ ডলার নিয়ে ব্যয়বহুল ইন্টারনেটের হারে তৃতীয় স্থানে রয়েছে।
কেনিয়া: প্রতি Mbps ইন্টারনেটের দাম ১.৫৪ ডলারে পৌঁছেছে, দেশ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে।
মরক্কো: প্রতি Mbps গড় ইন্টারনেটের দাম ১.১৬ ডলার।
অস্ট্রেলিয়া: এই দেশ ষষ্ঠ স্থানে রয়েছে, ইউজাররা প্রতি Mbps ১.০৫ ডলার খরচ করেন।
জার্মানি: তালিকায় সপ্তম স্থানে রয়েছে, প্রতি Mbps ১.০৪ ডলারে ইন্টারনেট অফার করে।
নাইজেরিয়া: অষ্টম স্থানে রয়েছে, যেখানে প্রতি Mbps ইন্টারনেটের গড় দাম ০.৭২ ডলার।
কানাডা: নবম স্থানে রয়েছে, এখানে প্রতি Mbps ইন্টারনেটের দাম ০.৬৬ ডলার।
পাকিস্তান: শীর্ষ দশের মধ্যে রয়েছে, প্রতি এমবিপিএস ইন্টারনেটের দাম ০.৫৩ ডলার।
আরও পড়ুন: বাংলাদেশে স্টারলিংকের প্রতিনিধি: রিসিভার সহজলভ্য করতে বৈঠক
ভারতে ইন্টারনেট খরচ কত?
৯০০ মিলিয়নেরও বেশি ইন্টারনেট ইউজার নিয়ে ভারত কিন্তু বিশ্বব্যাপী সবচেয়ে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট অফার করে, যার দাম প্রতি এমবিপিএস মাত্র ০.০৮ ডলার থেকে শুরু হয়। এটি বিশ্বব্যাপী ইন্টারনেট খরচের দিক থেকে দেশটিকে ৪১তম স্থানে রেখেছে।
এজেড