শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলাদেশে স্টারলিংকের প্রতিনিধি: রিসিভার সহজলভ্য করতে বৈঠক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ০৭:০৯ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশে স্টারলিংকের প্রতিনিধি: রিসিভার সহজলভ্য করতে বৈঠক

বিশ্বজুড়ে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক তাদের ব্যবসা প্রসারের লক্ষ্যে বাংলাদেশের অন্যতম বৃহৎ আইটি পরিবেশক সংস্থা গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। গত ১৯ অক্টোবর ২০২৫ তারিখে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সংযোগের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে স্টারলিংক (স্পেসএক্স) থেকে এই বৈঠকে উপস্থিত ছিলেন ওশান বীরাসিংহে, ব্রায়ান শিন এবং নাটালি রাইডারের মতো উচ্চপদস্থ কর্মকর্তারা। গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর পক্ষে নেতৃত্ব দেন চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ এবং তার সঙ্গে ছিলেন মার্কেটিং হেড সেলিম বাদলসহ প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিরা।


বিজ্ঞাপন


বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর শক্তিশালী বিতরণ নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশের দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতে স্টারলিংকের উচ্চ-গতির ইন্টারনেট সেবা কিভাবে দ্রুত পৌঁছে দেওয়া যায়। 

আরও পড়ুন: বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেটের দাম কত?

এছাড়া, গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর ৩০টি শাখা অফিসের মাধ্যমে স্টারলিংক ব্যবহারকারীদের দ্রুত ও কার্যকর প্রযুক্তিগত সহায়তা প্রদানের কৌশল নিয়েও আলোচনা হয়েছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে গ্রাহকদের জন্য স্টারলিংক প্যাকেজ ক্রয়ের প্রক্রিয়াকে আরও সহজ করার উপায়গুলো নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করে।

এই অংশীদারিত্ব দেশের তথ্যপ্রযুক্তি খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। গ্লোবাল ব্র্যান্ড পিএলসি ও স্টারলিংকের এই সম্মিলিত উদ্যোগের ফলে নেটওয়ার্ক প্রযুক্তির আলো এবার পাহাড়, চর এবং প্রত্যন্ত গ্রামগুলোতেও পৌঁছাবে, যা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর