তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ এএম
সেলফি আজকের দিনে এক জনপ্রিয় অভ্যাস। ভ্রমণ হোক বা আড্ডা, প্রায় সবার হাতেই এখন স্মার্টফোন ক্যামেরা। তবে অনেকেই দ্বিধায় থাকেন—কোন হাত দিয়ে সেলফি তুললে ভালো ছবি ওঠে?
ডান হাত: বেশিরভাগ মানুষ ডান-হাতি হওয়ায় ফোন ধরা ও বোতাম চাপা তাঁদের জন্য সহজ হয়। ফলে ক্যামেরা কাঁপে কম, আর ছবিও তুলনামূলক স্থির হয়।
আরও পড়ুন: সেলফি তুলতে এই ভুলগুলো অনেকেই করেন
বা হাত: বা-হাতি ব্যক্তিদের জন্য স্বাভাবিকভাবেই বাঁ হাত বেশি আরামদায়ক। এতে তাঁরা স্বচ্ছন্দে পোজ দিতে পারেন।

ফটোগ্রাফি বিশেষজ্ঞদের মতে, কোন হাত ব্যবহার করবেন তা নির্ভর করে স্বাচ্ছন্দ্য ও ভারসাম্যের উপর। মূল বিষয় হলো—
হাত যেন কাঁপা না ধরে।
ক্যামেরার অ্যাঙ্গেল সঠিক হয়।
আলো পড়ার দিক ঠিক থাকে।

সেলফি তোলার সময় ফোন চোখের সমান্তরালে ধরে রাখুন।
হাত যতটা সম্ভব সোজা করে প্রসারিত করুন, এতে মুখে স্বাভাবিক আলো পড়বে।
সেলফি তুলতে গিয়ে হাত কাঁপা এড়াতে ভলিউম বাটন বা টাইমার মোড ব্যবহার করুন।
ভালো গ্রুপ সেলফির জন্য সেলফি স্টিক বা ট্রাইপড কাজে আসতে পারে।

সেলফির মান নির্ভর করে না শুধু কোন হাতে ফোন ধরা হলো তার উপর। বরং আলো, ক্যামেরার এঙ্গেল এবং হাসি—এই তিনটি বিষয়ই ছবিকে সবচেয়ে সুন্দর করে তোলে। তাই আপনার জন্য যে হাত আরামদায়ক, সেটিই ব্যবহার করুন, আর খেয়াল রাখুন সঠিক এঙ্গেল ও আলোতে।
এজেড