শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সেলফি তুলতে এই ভুলগুলো অনেকেই করেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ০৮:৫৮ এএম

শেয়ার করুন:

selfi

স্মার্টফোনের এই যুগে সেলফি যেন দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ছোট-বড় নানা উপলক্ষে সেলফি তুলতে সবাই পছন্দ করেন। তবে ছবি তুলে হতাশ হতে হয় এমন অনেকেই। কারণ সেলফি তোলার সময় অনেক সাধারণ ভুল করেন ব্যবহারকারীরা, যার ফলে ছবি হয় অস্পষ্ট, বিকৃত কিংবা অনাকর্ষণীয়।

ছবির মান বাড়াতে ও স্মার্টফোন সেলফি আরও নিখুঁত করতে প্রযুক্তি বিশেষজ্ঞ ও ফটোগ্রাফাররা কিছু সাধারণ ভুল থেকে সাবধান থাকতে বলছেন।


বিজ্ঞাপন


সবচেয়ে সাধারণ ভুলগুলো

লেন্স পরিষ্কার না করা:

সেলফি তোলার আগে ক্যামেরার লেন্স পরিষ্কার না করলে ছবি ঝাপসা হতে পারে। আঙুলের ছাপ ও ধুলা লেন্সে থেকে গেলে ছবির মান নষ্ট হয়।

selfi


বিজ্ঞাপন


অপ্রতুল বা অতিরিক্ত আলো:

অনেকেই সরাসরি রোদ বা কম আলোতে সেলফি তোলেন। এতে মুখের ছায়া পড়ে, ছবি হালকা বা অতিরিক্ত উজ্জ্বল হয়ে যায়।

ভুল অ্যাঙ্গেল নির্বাচন:

অনেকেই নিচ থেকে বা খুব কাছ থেকে সেলফি তুললে মুখ বড় বা বিকৃত দেখায়। সঠিক অ্যাঙ্গেল ও দূরত্ব না জানলে ছবি আকর্ষণীয় হয় না।

sel

অতিরিক্ত ফিল্টার ব্যবহার:

ছবি আরও সুন্দর করতে গিয়ে অতিরিক্ত ফিল্টার ও এডিটিং অনেক সময় ছবিকে কৃত্রিম ও অস্বাভাবিক করে তোলে।

ব্যাকগ্রাউন্ডের প্রতি উদাসীনতা:

অনেকেই সেলফি তোলার সময় ব্যাকগ্রাউন্ডে কী আছে তা খেয়াল করেন না। ফলে পরে ছবিতে অনাকাঙ্ক্ষিত বা বিব্রতকর কিছু ধরা পড়তে পারে।

ফটোগ্রাফারের পরামর্শ:

ঢাকার পেশাদার ফটোগ্রাফার আসিফ রহমান বলেন, ‘সেলফি তোলার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আলো, লেন্স পরিষ্কার রাখা এবং সঠিক অ্যাঙ্গেল নির্বাচন করা। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডকেও গুরুত্ব দিতে হবে। স্বাভাবিক ভঙ্গিমায় ছবি তুললে সেটাই সবচেয়ে আকর্ষণীয় হয়।’

আরও পড়ুন: ফোনে র‌্যাম কত হলে ভালো?

বিশেষজ্ঞদের টিপস:

সেলফি তোলার আগে লেন্স পরিষ্কার করুন।

নরম প্রাকৃতিক আলোতে ছবি তুলুন।

ফোন চোখের উচ্চতায় ধরে সেলফি তুলুন।

ব্যাকগ্রাউন্ড খেয়াল করুন।

ফিল্টার বা এডিটিং সীমিত করুন।

বিশেষজ্ঞরা বলছেন, সামান্য সচেতনতাই সেলফির মান অনেকগুণ বাড়িয়ে তুলতে পারে। ছবি তুলতে নয়, মুহূর্ত উপভোগ করতে ভুলবেন না।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর