তথ্যপ্রযুক্তি ডেস্ক
২০ আগস্ট ২০২৫, ০৯:১৬ এএম
বিশ্বের কোটি কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে টার্গেট করছে সাইবার অপরাধীরা। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের মাধ্যমে প্রতারণার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। ব্যবহারকারীদের ঠকাতে প্রতারকরা ভুয়া বার্তা, লিঙ্ক, কল কিংবা চাকরির অফারের মতো নানা কৌশল অবলম্বন করছে।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিমাসে প্রতারণামূলক কাজে জড়িত হাজার হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হচ্ছে। তবুও নতুন নতুন উপায়ে ফাঁদ পাতছে প্রতারকরা। তাই ব্যবহারকারীদের আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
সাধারণ প্রতারণার কৌশল
লটারি বা প্রাইজ স্ক্যাম: ভুয়া লটারির পুরস্কার জেতার প্রলোভন দেখিয়ে ব্যক্তিগত তথ্য ও টাকা হাতিয়ে নেয়।
ভুয়া চাকরির অফার: নামী সংস্থার ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে আবেদনকারীর কাছ থেকে টাকা আদায় করা হয়।
ওটিপি স্ক্যাম: ব্যবহারকারীর কাছ থেকে ওটিপি সংগ্রহ করে অ্যাকাউন্ট হ্যাক করা হয়।
ইমপার্সোনেশন স্ক্যাম: বন্ধু বা আত্মীয়ের পরিচয়ে টাকা দাবি করা হয়।
ফিশিং লিঙ্ক: ভুয়া লিঙ্ক পাঠিয়ে ব্যবহারকারীর তথ্য চুরি করা হয়।
রোম্যান্স স্ক্যাম: আবেগের সম্পর্ক গড়ে তুলে পরে আর্থিক সাহায্য চাওয়া হয়।

প্রতারণা থেকে বাঁচতে করণীয়
কারও সঙ্গেই ওটিপি শেয়ার করবেন না।
অচেনা নম্বর থেকে আসা লিঙ্কে ক্লিক করবেন না।
টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখুন।
টাকা পাঠানোর আগে ফোনে কনফার্ম করুন।
ভুয়া চাকরি বা লটারির অফারে সাড়া দেবেন না।
অচেনা গ্রুপে যোগ দেবেন না এবং সন্দেহজনক নম্বর ব্লক/রিপোর্ট করুন।
ভুলবশত তথ্য শেয়ার করলে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ রিসেট করুন।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে নতুন প্রতারণা: স্ক্রিন মিররিং ফ্রডের ঝুঁকি বেড়েছে
সাইবার বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল যুগে সতর্কতাই একমাত্র সুরক্ষা। এক মুহূর্তের অসতর্কতা আপনাকে বড় ধরনের আর্থিক ও ব্যক্তিগত ক্ষতির মুখে ফেলতে পারে।
এজেড