images

তথ্য-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে চ্যাট মিউট করার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৬ আগস্ট ২০২৫, ১০:২১ এএম

মেটার অধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মেসেঞ্জার। সামাজিক যোগাযোগের জন্য এই অ্যাপ দুইটি অনেক জনপ্রিয়। পরিচিত প্রায় সকলেই এই দুই অ্যাপের অন্তত একটি ব্যবহার করেন। মেটার এই দুই মেসেজিং অ্যাপ প্রতিদিন কয়েকশো কোটি গ্রাহক ব্যবহার করে থাকেন। 

একই কোম্পানির তৈরি হওয়ার কারণে এই দুই মেসেজিং প্ল্যাটফর্মে একাধিক ফিচারে সামঞ্জস্য রয়েছে। এর মধ্যে অন্যতম ফিচার চ্যাট মিউটি করার সুবিধা। কোন চ্যাট বারবার প্রয়োজনীয় মেসেজ পাঠাতে থাকলে আপনি নির্দিষ্ট সেই চ্যাটের নোটিফিকেশন বন্ধ করে দিতে পারবেন। মিউট ফিচার ব্যবহার করে এই কাজ করা সম্ভব। 

হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জার উভয় অ্যাপেই চ্যাট মিউট করার সুবিধা রয়েছে। 

mute

হোয়াটসঅ্যাপে কোন চ্যাট মিউট করবেন কীভাবে? 

স্টেপ ১: স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।

স্টেপ ২: যে চ্যাট মিউট করতে চান সেই চ্যাটের ওপরে ট্যাপ করে হোল্ড করুন।

স্টেপ ৩: এবার মিউট অপশন সিলেক্ট করুন। 

স্টেপ ৪: এবার যে সময়ের জন্য চ্যাট মিউট রাখতে চান তা সিলেক্ট করে নিন। ৮ ঘণ্টা, ১ সপ্তাহ অথবা চিরতরের জন্য কোন চ্যাট মিউট করার সুযোগ দেই হোয়াটসঅ্যাপ। 

app 

মেসেঞ্জারে চ্যাট মিউট করার উপায়

স্টেপ ১: স্মার্টফোনে ফেসবুক মেসেঞ্জার ওপেন করুন। 

স্টেপ ২: এবার যে চ্যাট মিউট করতে চান সেটা ট্যাপ করে হোল্ড করুন। 

স্টেপ ৩: এবার মিউট অপশন সিলেক্ট করে নিন। 

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ আনল নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘লেখার সহায়ক’ ফিচার

স্টেপ ৪: এবার যে সময়ের জন্য চ্যাট মিউট রাখতে চান তা সিলেক্ট করে নিন। ১৫ মিনিট, ১ ঘণ্টা, ৮ ঘণ্টা, ২৪ ঘণ্টা ও যতক্ষণ তা পর্যন্ত আপনি পরিবর্তন করছেন তত সময়ের জন্য কোন চ্যাট মিউট করার সুযোগ দেয় ফেসবুক মেসেঞ্জার।

এজেড