শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হোয়াটসঅ্যাপ আনল নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘লেখার সহায়ক’ ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫, ০৯:৫৩ এএম

শেয়ার করুন:

হোয়াটসঅ্যাপ নতুন ফিচার আনল।
হোয়াটসঅ্যাপ নতুন ফিচার আনল। ছবি: ইন্টারনেট

বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারীর পছন্দের তাৎক্ষণিক বার্তা আদানপ্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নিয়ে এল নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ফিচার লেখার সহায়ক সহকারী। এই ফিচার ব্যবহারকারীর লেখা বার্তাকে আরও উন্নত, প্রভাবশালী ও পাঠযোগ্য করে তুলবে।


বিজ্ঞাপন


নিরাপত্তা নিশ্চিত করবে ‘ব্যক্তিগত প্রক্রিয়াকরণ’ প্রযুক্তি

মেটার তৈরি বিশেষ ব্যক্তিগত প্রক্রিয়াকরণ (প্রাইভেট প্রসেসিং) স্থাপত্য ব্যবহার করে এই ফিচার কাজ করবে। এতে ব্যবহারকারীর অনুরোধ ও বার্তা নিরাপদ উপায়ে প্রক্রিয়াকরণ হয়, যাতে ব্যক্তিগত তথ্য গোপন থাকে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, গুগল প্লে স্টোরে থাকা হোয়াটসঅ্যাপ বেটা ফর অ্যান্ড্রয়েড-এর ২.২৫.২৩.৭ সংস্করণে ফিচারটি দেখা গেছে।

কীভাবে কাজ করবে এই ফিচার


বিজ্ঞাপন


ডব্লিউএবেটাইনফো শেয়ার করা স্ক্রিনশটে দেখা যায়, ‘ব্যক্তিগত প্রক্রিয়াকরণ’ প্রযুক্তি এনক্রিপ্টেড সংযোগের মাধ্যমে তথ্য প্রেরণ করে, যাতে ব্যবহারকারীর পরিচয় গোপন থাকে।

যখন কেউ মেসেজ উন্নত করতে চান, তখন সিস্টেম নিরাপদভাবে অনুরোধ পাঠায় এবং মূল বার্তা সংরক্ষণ না করেই একাধিক প্রস্তাব তৈরি করে।

ব্যক্তিগত প্রক্রিয়াকরণ চালু থাকলে ব্যবহারকারী তিনচারটি শব্দ টাইপ করলেই বার্তা লেখার ঘরে স্টিকার আইকনের স্থানে একটি কলমের আইকন দেখা যাবে। সেখানে চাপ দিলেই মেটা এআই বিভিন্ন উন্নত সংস্করণ প্রস্তাব করবে।

পাঁচ ধরনের লেখার ভঙ্গি

এই ফিচারে শুরুতে পাঁচ ধরনের লেখার ভঙ্গি (টোন) থাকবে

পুনর্লিখন ভঙ্গি

পেশাদার ভঙ্গি

হাস্যরসাত্মক ভঙ্গি

সহায়ক ভঙ্গি

প্রুফরিড ভঙ্গি (বানান ও গঠন ঠিক করা)

ভবিষ্যতে আরও নতুন ভঙ্গি যোগ করা হতে পারে, যাতে ব্যবহারকারীরা চ্যাটিংয়ের ধরন নিজের মতো করে নিতে পারেন

আরও পড়ুন: একদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকলে যা ঘটবে...

সম্পূর্ণ ঐচ্ছিক সুবিধা

এই ফিচার সম্পূর্ণভাবে ঐচ্ছিক। ‘ব্যক্তিগত প্রক্রিয়াকরণ’ ডিফল্টভাবে বন্ধ থাকে, তাই ব্যবহারকারী নিজে চালু না করলে এটি সক্রিয় হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রাপক কখনও বুঝতে পারবেন না যে মেসেজটি এআই দ্বারা উন্নত করা হয়েছে।

সীমিত পর্যায়ে চালু

বর্তমানে এটি কেবল সীমিত সংখ্যক পরীক্ষামূলক ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। পরীক্ষামূলক ধাপ শেষে হোয়াটসঅ্যাপ ধাপে ধাপে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য স্থায়ী আপডেট আকারে প্রকাশ করবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর