images

তথ্য-প্রযুক্তি

নতুন ফিচার: হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না খুলেই চ্যাট করা যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১২ আগস্ট ২০২৫, ১০:১৪ এএম

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) সম্প্রতি একের পর এক নতুন ফিচার চালু করেছে, যা ব্যবহারকারীদের চ্যাটিং অভিজ্ঞতাকে আরও মজাদার ও নিরাপদ করে তুলবে। এর মধ্যে কিছু ফিচার বর্তমানে বিটা ভার্সনে পরীক্ষা হচ্ছে, আবার কিছু স্টেবল ভার্সনেও চলে এসেছে। নতুন ফিচারের মধ্যে রয়েছে গেস্ট চ্যাট, মোশন ফটো পাঠানোর সুবিধা, গ্রুপ স্টেটাস আপডেটসহ আরও কয়েকটি আকর্ষণীয় অপশন।

হোয়াটসঅ্যাপে মোশন ফটো পাঠানোর সুযোগ

কিছু বিটা ব্যবহারকারীর জন্য হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই মোশন ফটো ফিচার নিয়ে এসেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ফটোতে মুভমেন্ট এবং অডিও যোগ করে সরাসরি চ্যাট, গ্রুপ এবং চ্যানেলে পাঠাতে পারবেন। ফলে মোশন-বেসড কনটেন্ট শেয়ারের জন্য আর তৃতীয় পক্ষের অ্যাপের প্রয়োজন হবে না।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের গোপন ১০টি ফিচার, যা অনেকেরই অজানা

অজানা গ্রুপে যোগ হলে সতর্কবার্তা

স্ক্যাম থেকে বাঁচাতে হোয়াটসঅ্যাপ (WhatsApp) নতুন একটি সিকিউরিটি ফিচার যোগ করেছে। যদি কোনো অচেনা ব্যক্তি ব্যবহারকারীকে কোনো গ্রুপে যোগ করে, তাহলে সাথে সাথে একটি নোটিফিকেশন পাঠানো হবে। এতে ব্যবহারকারীরা অনাকাঙ্ক্ষিত গ্রুপে যোগ হওয়া এড়াতে পারবেন।

অ্যাকাউন্ট ছাড়াই চ্যাট করার সুবিধা

সবচেয়ে চমকপ্রদ ফিচারের মধ্যে রয়েছে গেস্ট চ্যাট। এর মাধ্যমে যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই, তাদের সঙ্গেও চ্যাট করা সম্ভব হবে। এই ফিচার সম্পূর্ণভাবে হোয়াটসঅ্যাপের নিজস্ব ইকোসিস্টেমে কাজ করবে এবং বর্তমানে বিটা ফর অ্যান্ড্রয়েড 2.25.22.13 ভার্সনে এটি দেওয়া হচ্ছে।

whatsapp

গ্রুপে স্ট্যাটাস আপডেট তৈরি ও শেয়ার

হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে গ্রুপ ইনফো স্ক্রিন থেকেই স্টেটাস আপডেট তৈরি ও শেয়ার করা যাবে। এই আপডেট গ্রুপ আইকন বা আপডেটস ট্যাব থেকে দেখা যাবে। এটি বর্তমানে বিটা ফর অ্যান্ড্রয়েড 2.25.22.11-এ উপলব্ধ।

ওয়েভ ইমোজি দিয়ে শুভেচ্ছা জানানো

নতুন একটি মজার ফিচারে ব্যবহারকারীরা গ্রীটিং মেসেজ হিসেবে ওয়েভ ইমোজি পাঠাতে পারবেন। এই ইমোজি শুধুমাত্র সেই কন্ট্যাক্টের চ্যাটে দেখা যাবে, যার সাথে আগে কোনো মেসেজ এক্সচেঞ্জ হয়নি। বর্তমানে এটি বিটা ভার্সনে রয়েছে।

ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে প্রোফাইল ছবি ইমপোর্ট

এখন থেকে ব্যবহারকারীরা সরাসরি ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে প্রোফাইল ছবি ইমপোর্ট করতে পারবেন। বিশেষত যাদের ফোন থেকে আগের প্রোফাইল ছবির কপি মুছে গিছে, তাদের জন্য এই ফিচার কার্যকর হবে। এটি বিটা ফর অ্যান্ড্রয়েড 2.25.21.23 ভার্সনে দেখা গিয়েছে। প্রসঙ্গত, এই নতুন আপডেটগুলোর মাধ্যমে হোয়াটসঅ্যাপ (WhatsApp) শুধু মেসেজিংকেই নয়, বরং সিকিউরিটি ও পার্সোনালাইজেশনকেও নতুন মাত্রা দিচ্ছে।

এজেড