শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হোয়াটসঅ্যাপের গোপন ১০টি ফিচার, যা অনেকেরই অজানা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫, ১২:৪৮ পিএম

শেয়ার করুন:

হোয়াটসঅ্যাপে এমন কিছু ফিচার আছে যা অনেকেই জানেন না।
হোয়াটসঅ্যাপে এমন কিছু ফিচার আছে যা অনেকেই জানেন না।

মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এখন শুধু চ্যাটের মাধ্যম নয়, বরং যোগাযোগের নানা আধুনিক সুবিধা নিয়ে এসেছে। তবে এর অনেক ফিচারই ব্যবহারকারীরা জানেন না বা ব্যবহার করেন না। নিচে কিছু গুরুত্বপূর্ণ ও তুলনামূলক কম পরিচিত হিডেন ফিচার তুলে ধরা হলো—

১. চ্যাট লক ও পাসকোড প্রোটেকশন


বিজ্ঞাপন


নির্দিষ্ট চ্যাট লক করে রাখা যায় যাতে অন্য কেউ ফোন হাতে পেলেও পড়তে না পারে। এখন পাসকোড সেট করার সুবিধাও আছে।

২. ডিসঅ্যাপিয়ারিং মেসেজ

নির্দিষ্ট সময় পর (২৪ ঘণ্টা, ৭ দিন বা ৯০ দিন) মেসেজ স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে এমন ব্যবস্থা রাখা যায়।

৩. মেসেজ এডিট করার সুযোগ


বিজ্ঞাপন


সেন্ড করার পর ১৫ মিনিটের মধ্যে ভুল মেসেজ ঠিক করে এডিট করা যায়।

৪. অডিও মেসেজ লক

ভয়েস মেসেজ রেকর্ড করার সময় আঙুল চেপে ধরে রাখার বদলে লক করে দেওয়া যায়, যাতে হাত ছাড়লেও রেকর্ডিং চলতে থাকে।

৫. পোল তৈরি

গ্রুপ বা ব্যক্তিগত চ্যাটে সরাসরি পোল তৈরি করে মতামত নেওয়া যায়।

app

৬. চ্যাট পিন ও স্টার মেসেজ

গুরুত্বপূর্ণ চ্যাট পিন করে উপরে রাখা বা জরুরি মেসেজ স্টার মার্ক করে পরে সহজে খুঁজে পাওয়া যায়।

৭. কাস্টম নোটিফিকেশন

প্রতিটি কন্টাক্টের জন্য আলাদা নোটিফিকেশন সাউন্ড সেট করা যায়, যাতে কার মেসেজ এসেছে সহজে বোঝা যায়।

৮. মেসেজ ফরওয়ার্ড সীমাবদ্ধতা

যাতে ভুয়া খবর ছড়ানো না হয়, হোয়াটসঅ্যাপ এখন একসঙ্গে সীমিত চ্যাটে ফরওয়ার্ড করার অপশন রেখেছে—এটিও সচেতনতার অংশ।

৯. লাইভ লোকেশন শেয়ারিং

কোনো ব্যক্তি বা গ্রুপের সাথে নির্দিষ্ট সময়ের জন্য নিজের লাইভ লোকেশন শেয়ার করা যায়।

আরও পড়ুন: ফেসবুক প্রোফাইল সম্পূর্ণ সুরক্ষিত রাখার ১০টি উপায়

১০. অদৃশ্য অনলাইন স্ট্যাটাস

আপনি অনলাইনে আছেন কি না, সেটা লুকিয়ে রাখা যায়। এমনকি নির্দিষ্ট কন্টাক্ট থেকেও স্ট্যাটাস গোপন রাখা সম্ভব।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর