images

তথ্য-প্রযুক্তি

ঝড়-বৃষ্টির সময় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারে ঝুঁকি কতটা?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৩১ জুলাই ২০২৫, ০৫:১৬ পিএম

বর্ষার মৌসুমে ঝড়-বৃষ্টি ও বজ্রপাত অতি স্বাভাবিক ঘটনা। এই সময় অনেকেই ঘরে বসে মোবাইল, ল্যাপটপ বা টিভির মতো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করেন। কিন্তু প্রশ্ন হলো—বজ্রপাতের সময় এসব ডিভাইস ব্যবহার কতটা নিরাপদ? আদৌ কি বিদ্যুৎ বিপদ ঘটাতে পারে? চলুন এ নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বৈজ্ঞানিক ব্যাখ্যা: বজ্রপাত ও বৈদ্যুতিক তরঙ্গ

বজ্রপাত মানে প্রকৃতিতে উচ্চক্ষমতাসম্পন্ন ইলেকট্রিক চার্জের হঠাৎ নির্গমন। একেকটি বজ্রপাতের ভেতরে প্রায় ১০০ কোটি ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ থাকতে পারে। যদি এই তড়িৎ তরঙ্গ কোনোভাবে বাড়ির ইলেকট্রিক লাইনের সংস্পর্শে আসে, তবে তা দ্রুত পুরো সার্কিটে ছড়িয়ে পড়ে। এর ফলে ইলেকট্রনিক যন্ত্রপাতি মুহূর্তেই বিকল বা পুড়ে যেতে পারে।

বিশেষ করে ঘরে যদি আর্থিং (earthing) ঠিকমতো না থাকে, তবে বিদ্যুৎ বিভ্রাট বা অতিরিক্ত ভোল্টেজ সরাসরি ল্যাপটপ, টিভি, রাউটার, ওয়াই-ফাই, ফ্রিজ, এমনকি ফোন চার্জারের মাধ্যমেও ক্ষতি করতে পারে।

 ইউপিএস ও সার্জ প্রটেক্টর: সুরক্ষার প্রথম ধাপ

ইউপিএস (UPS) ও সার্জ প্রটেক্টর বজ্রপাত বা হঠাৎ বিদ্যুৎ ওঠানামার সময় ইলেকট্রনিক ডিভাইসকে রক্ষা করে।

সার্জ প্রটেক্টর অতিরিক্ত ভোল্টেজ শনাক্ত করে তা সরিয়ে ফেলে বা ব্লক করে দেয়। এটি একটি অতিরিক্ত পাওয়ার স্ট্রিপের মতো, তবে নিরাপত্তা অনেক বেশি।

ইউপিএস শুধু বিদ্যুৎ না থাকলে ব্যাকআপ দেয় না, বরং বিদ্যুৎ আসা-যাওয়ার সময় ফ্লাকচুয়েশন থেকেও ডিভাইসকে রক্ষা করে।

টিভি, রাউটার, ডেস্কটপ, ফ্রিজের মতো বড় ইলেকট্রনিক্সের জন্য সার্জ প্রটেক্টর ব্যবহার করা অত্যন্ত জরুরি।

thunder_pic

ওয়াইফাই রাউটার চালু রাখা কি বিপজ্জনক?

বজ্রপাতের সময় ইন্টারনেট রাউটার অন থাকলে সেটি বিদ্যুতের লাইনের মাধ্যমে সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ:

রাউটার সরাসরি বিদ্যুৎ ও ফোন/ক্যাবল লাইনের সঙ্গে যুক্ত থাকে

বজ্রপাতের ইলেকট্রিক তরঙ্গ ওই ক্যাবলের মাধ্যমে প্রবেশ করতে পারে

তাই বজ্রপাত শুরু হলে ওয়াইফাই রাউটারের পাওয়ার ও ল্যান (এলএএন)  ক্যাবল খুলে রাখা উত্তম।

ফোন চার্জে দেওয়া কতটা বিপদজনক?

বজ্রপাতের সময় ফোন চার্জে লাগিয়ে ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক। কারণ চার্জারের মাধ্যমে বিদ্যুৎ প্রবেশ করলে শরীরের মধ্য দিয়ে সেই তড়িৎ প্রবাহিত হয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

বিশ্বজুড়ে এমন অনেক ঘটনাও রয়েছে যেখানে বজ্রপাতের সময় ফোনে কথা বলার সময় বা চার্জে লাগিয়ে ব্যবহার করার ফলে মৃত্যু পর্যন্ত ঘটেছে।

কী করবেন বজ্রপাতের সময়?

ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করে প্লাগ খুলে ফেলুন

ওয়াইফাই রাউটার ও ল্যান ক্যাবল খুলে রাখুন

ফোন চার্জে দেবেন না

যদি বাধ্য হয়ে কম্পিউটার চালাতে হয়, ইউপিএস ও সার্জ প্রটেক্টর ব্যবহার করুন

বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন রাখলে সবচেয়ে নিরাপদ

main-thunder_20240909_091341166

কী করবেন না

টিভি দেখা বা গেম খেলা

চার্জার লাগিয়ে ফোন ব্যবহার

ইন্টারনেট রাউটার অন রাখা

বিদ্যুতের তার, ল্যাম্প বা ফ্রিজের পেছনে পানি থাকলে স্পর্শ করা

আরও পড়ুন: ওয়াটারপ্রুফ নাকি ওয়াটার রেজিস্ট্যান্ট ফোন কিনবেন?

বজ্রপাত শুধু খোলা জায়গায় নয়, ঘরের ভেতরেও বিপজ্জনক হয়ে উঠতে পারে, যদি আপনি সচেতন না থাকেন। সামান্য অসতর্কতার কারণে মূল্যবান ডিভাইস নষ্ট হয়ে যেতে পারে, এমনকি প্রাণহানিও ঘটতে পারে। তাই বজ্রপাত শুরু হলে ইলেকট্রনিক ডিভাইস থেকে নিজেকে দূরে রাখাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

এজেড