এখনকার বেশিরভাগ স্মার্টফোনেই 'ওয়াটারপ্রুফ' বা 'ওয়াটার রেজিস্ট্যান্ট' ট্যাগ দেওয়া থাকে। শব্দ দুটি কাছাকাছি হলেও প্রকৃত অর্থে এই দুইয়ের মধ্যে রয়েছে বড় পার্থক্য। অনেক সময় এই পার্থক্য না জানার কারণে ফোন পানিতে পড়ে নষ্ট হয়ে যায় এবং ওয়ারেন্টির আওতায়ও পড়ে না। তাই ফোন কেনার আগে এই দুই ধরনের ফিচার সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি।
ওয়াটার রেজিস্ট্যান্ট ফোন কী?
বিজ্ঞাপন
ওয়াটার রেজিস্ট্যান্ট মানে হলো, ফোনটি পানি বা জলীয় বাষ্প থেকে সামান্য সুরক্ষা পায়। যেমন—বৃষ্টির ফোঁটা, ভেজা হাত দিয়ে ফোন ধরা বা হালকা পানি ছিটে পড়া এসব সামলে নিতে পারে এই ধরনের ফোন। তবে এটি কখনোই সম্পূর্ণ পানির মধ্যে ডুবিয়ে রাখার জন্য তৈরি নয়।
ওয়াটারপ্রুফ ফোন কী?
অন্যদিকে, ওয়াটারপ্রুফ ফোন বলতে বোঝায় এমন ডিভাইস, যা নির্দিষ্ট গভীরতা ও সময় পর্যন্ত পানির নিচে রাখলেও ক্ষতিগ্রস্ত হবে না। সাধারণত এই ধরনের ফোন পানির নিচে ছবি তোলার উপযোগী হয়। তবে এটিও নির্দিষ্ট সীমার মধ্যে কার্যকর, যেমন ১.৫ মিটার গভীরতায় ৩০ মিনিট পর্যন্ত।

বিজ্ঞাপন
আইপি রেটিং কী বোঝায়?
স্মার্টফোনের পানিরোধক ক্ষমতা বোঝাতে আইপি (Ingress Protection) রেটিং ব্যবহৃত হয়। এই রেটিংয়ে দুটি সংখ্যা থাকে। প্রথমটি ধুলো প্রতিরোধ ক্ষমতা এবং দ্বিতীয়টি পানির বিরুদ্ধে সুরক্ষা বোঝায়।
উদাহরণস্বরূপ:
আইপি৬৭ মানে ফোনটি সম্পূর্ণ ধুলো প্রতিরোধে সক্ষম এবং এক মিটার পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত টিকে থাকতে পারে।
আইপি ৬৮ মানে ফোনটি ধুলা প্রতিরোধী এবং আরও গভীর পানিতে বেশি সময় পর্যন্ত টিকে থাকতে পারে (সাধারণত ১.৫–২ মিটার)।
তবে অনেক সময় ফোনে আইপি রেটিং থাকলেও তা বাস্তবে সব ধরনের পানিরোধে সক্ষম নয়। কোম্পানিগুলো সাধারণত পরীক্ষাগারে এই টেস্ট করে, বাস্তব পরিস্থিতিতে ফলাফল ভিন্ন হতে পারে।
ওয়ারেন্টি নিয়ে বিভ্রান্ত হবেন না
অনেকেই ভাবেন, আইপি৬৮ থাকলে ফোন ভিজে গেলেও ওয়ারেন্টির আওতায় থাকবে। কিন্তু বাস্তবতা হলো, প্রায় সব স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানই পানিতে ভিজে ফোন নষ্ট হলে তা ওয়ারেন্টিতে কভার করে না। Apple, Samsung, Xiaomi, Oppo – সকল ব্র্যান্ডের ওয়ারেন্টি নীতিমালায় স্পষ্টভাবে লেখা থাকে, ‘liquid damage not covered under warranty’।

সতর্কতা ও ব্যবহারবিধি
ফোন ওয়াটারপ্রুফ হলেও এটি দিয়ে ডুব সাঁতার, স্নানঘরে ভিডিও রেকর্ডিং, বা বৃষ্টিতে ফোন ব্যবহার করা নিরাপদ—এমনটা ভাবা উচিত নয়। আইপি রেটিং কেবলমাত্র কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে সুরক্ষা দিতে পারে। সাবধানতা অবলম্বনই একমাত্র নিরাপদ পথ।
আরও পড়ুন: বৃষ্টিতে মোবাইল ফোন ভিজে গেলে কী করবেন, কী করবেন না
ফোন কেনার সময় 'ওয়াটারপ্রুফ' বা 'ওয়াটার রেজিস্ট্যান্ট' লেখা থাকলে খুশি হওয়ার আগে ভালো করে বুঝে নিন এর মানে। ওয়াটার রেজিস্ট্যান্ট মানে সামান্য পানি প্রতিরোধ, আর ওয়াটারপ্রুফ মানে নির্দিষ্ট পরিমাণ পানির নিচে ক্ষতি না হওয়া। তবে কোনও ক্ষেত্রেই পানিতে ভিজে নষ্ট হওয়া ফোনের জন্য ওয়ারেন্টি পাওয়া যায় না। তাই সচেতন ব্যবহারই একমাত্র বুদ্ধিমানের কাজ।
এজেড

