images

তথ্য-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপের ক্যামেরায় নতুন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৯ জুলাই ২০২৫, ০৫:২৫ পিএম

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসে এলো নতুন ফিচার। অ্যাপটির ক্যামেরায় যোগ হলো এই ফিচার। নতুন ফিচারে যুক্ত হয়েছে নাইট মোড। যার সাহায্যে হোয়াটসঅ্যাপ ক্যামেরা এখন কম আলোতেও পরিষ্কার ও উজ্জ্বল ছবি তুলতে পারবে। 

এই ফিচার সম্পর্কে প্রথমে রিপোর্ট প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ বেটা ইনফো। ব্লগ পোস্টে তারা জানিয়েছে এই আপডেটটি দেখা গিয়েছে গুগল প্লে স্টোরে থাকা হোয়াটসঅ্যাপ বেটা ফর অ্যানড্রয়েড ভার্সন ২.২৫.২২.২-তে।

আরও পড়ুন: ফোন রিসেট করবেন নাকি ফ্যাক্টরি রিসেট করবেন?

নতুন নাইট মোড ফিচারটি ব্যবহারকারীদের জন্য ক্যামেরা স্ক্রিনে একেবারে উপরের দিকে একটি চাঁদের আইকনের (Moon Icon) মাধ্যমে দৃশ্যমান হবে। এই বাটনটি তখনই দেখা যাবে যখন ক্যামেরা অন্ধকার বা কম আলোয় কাজ করছে। ব্যবহারকারী ইচ্ছা করেই এটি ট্যাপ করে অ্যাকটিভ করতে পারবেন। এটি একটি ম্যানুয়াল ফিচার, অর্থাৎ এটি স্বয়ংক্রিয়ভাবে অন হবে না, বরং প্রয়োজন অনুযায়ী ব্যবহারকারীকে নিজেই চালু করতে হবে।

app

হোয়াটসঅ্যাপ বেটা ইনফোর মতে, হোয়াটসঅ্যাপ ক্যামেরার এই নাইট মোড ছবির স্টাইলাইজেশন বা ওভারলে করে ইমেজের স্বাভাবিক রং বা গঠন নষ্ট করে না। বরং এটি সফটওয়্যার নির্ভরভাবে ছবির ব্রাইটনেস ও ক্ল্যারিটি বাড়ায়। কম আলোয় ক্যামেরা চালু করলে যে ধরনের ন্যাচারাল নয়েজ থাকে, সেটিও এই মোডে অনেকটাই কমিয়ে আনা যায়। ফলে ছবির এক্সপোজার স্বয়ংক্রিয়ভাবে অ্যাডজাস্ট হয় এবং ব্যবহারকারী এক্সটার্নাল লাইট ছাড়াই ভালো ও বিস্তারিত ছবি তুলতে পারেন।

কবে আসছে স্ট্যাবল ভার্সন?

এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের নাইট মোড ফিচারটি শুধুমাত্র বিটা টেস্টারদের জন্য উপলব্ধ। তবে মনে করা হচ্ছে, বিটা পর্যায়ে সফলতা পেলে খুব শিগগিরই এটি স্টেবল আপডেট আকারে সকল ইউজারের জন্য রোলআউট করা হবে। হোয়াটসঅ্যাপ-এর এই আপডেট ইউজারদের মধ্যে বিশেষ করে যারা এর ক্যামেরা ব্যবহার করে ছবি তোলেন বা স্ট্যাটাস আপলোড করেন, তাদের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে।

camera

হোয়াটসঅ্যাপের নাইট মোড ফিচার ক্যামেরা ব্যবহারকারীদের জন্য একটি বড় সুবিধা নিয়ে আসবে। কম আলোতে স্বচ্ছ ও বিস্তারিত ছবি তোলা এখন হোয়াটসঅ্যাপ ক্যামেরাতেই সম্ভব, তাও আবার কোনও থার্ড-পার্টি অ্যাপ ছাড়াই। এখন দেখার বিষয়, কবে এই ফিচারটি সকলের জন্য স্টেবল ভার্সনে রোলআউট করা হয়।

এজেড