images

তথ্য-প্রযুক্তি

স্মার্টফোনের এই সিক্রেট ফিচার সম্পর্কে অনেকেই জানেন না

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৪ জুলাই ২০২৫, ০৯:৪৩ এএম

অ্যানড্রয়েড হোক বা আইফোন, সমস্ত ধরনের স্মার্টফোনে রয়েছে বেশ কিছু অদ্ভুত ফিচার। কার্যকারিতা জানা না থাকার কারণে অনেকেই সেগুলোকে ব্যবহার করেন না। অথচ বাড়তি সুবিধার কথা মাথায় রেখে সংশ্লিষ্ট ফিচারগুলি তৈরি করা হয়েছে।

অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে দিনকে দিন বদলে যাচ্ছে স্মার্টফোন। আর তাই ব্যবহারকারীকেও শিখতে হচ্ছে অ্যানড্রয়েড নতুন নতুন ফিচার্স। স্মার্টফোনে আবার এমন কিছু সুযোগ-সুবিধা রয়েছে, যেগুলো সে ভাবে কখনওই ব্যবহার করতে দেখা যায় না গ্রাহকদের। তেমনই পাঁচটি গুরুত্বপূর্ণ ফিচারের হদিস রইল এই প্রতিবেদনে।

এই তালিকায় প্রথমেই আসবে স্পিল্‌ট স্ক্রিনের কথা। এর সাহায্যে স্মার্টফোন ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে কথোপকথনের সময়ে ভিডিও দেখতে পারবেন। মোবাইল ফোনের স্ক্রিনে একই সঙ্গে চলবে দুইটি কাজ। 

androd

আইফোনের পিঠে আবার দুইবার টোকা দিলে স্ক্রিনশট নেওয়ার রয়েছে সুযোগ। গ্রাহক তার পছন্দের কোনও অ্যাপ্লিকেশনকেও ওই কায়দায় ডাউনলোড করে নিতে পারবেন।

ব্যাকট্যাপ চালু করার জন্য আইফোন ব্যবহারকারীদের প্রথমে সেটিংসে গিয়ে অ্যাকসেসিবিলিটিতে ঢুকতে হবে। সেখানে রয়েছে টাচ অপশন। এর পর ওই বিকল্পের মধ্যে প্রবেশ করে ব্যাকট্যাপকে অন করতে হবে তাকে। গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হলেই আইফোনের পিঠে দু’বার টোকা দিয়ে বহু কাজ সেরে নিতে পারবেন গ্রাহক।

আরও পড়ুন: স্মার্টফোনে মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ থাকছে না 

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিলস দেখতে পছন্দ করেন বহু মানুষ। দিনকে দিন অনেকেই সেগুলোতে মগ্ন হয়ে পড়ছেন। ফলে তিন-চার ঘণ্টা টানা রিলস দেখার কারণে থাকছে না সময়ের হুঁশ। এর জন্য ফোকাস মোড নামের একটি ফিচার রয়েছে স্মার্টফোনে। প্রযুক্তিবিদেরা সেটিংয়ে গিয়ে সেটিকে অন রাখার পরামর্শ দিয়েছেন। সে ক্ষেত্রে টানা রিলস দেখতে থাকলে ফোনই গ্রাহককে মনে করিয়ে দেবে সময়।

এছাড়া গোপনীয়তার অধিকার বজায় রাখতে স্মার্টফোন ব্যবহারকারীদের স্ক্রিন পিনিং অপশনটি অন করে রাখা উচিত। এটা চালু থাকলে পরিচিত কেউ ফোন ঘাঁটাঘাঁটির সময়ে গ্যালারিতে উঁকিঝুঁকি মারতে পারবেন না। তবে ব্যক্তিগত তথ্যকে নিরাপদ রাখতে স্মার্টফোন হাতছাড়া না করার পরামর্শ দিয়েছেন প্রযুক্তিবিদেরা।

এজেড