স্মার্টফোনের প্রযুক্তি প্রতিনিয়ত বদলে যাচ্ছে। এক সময়ের অপরিহার্য একটি ফিচার এসডি (সিকিওর ডিজিটাল) কার্ড স্লট—এখন ধীরে ধীরে উধাও হচ্ছে নতুন প্রজন্মের স্মার্টফোন থেকে। নির্মাতাদের মতে, এটি ব্যবহারকারীদের সুবিধার্থে, কিন্তু প্রযুক্তিবিদদের একাংশ বলছেন—এর পেছনে রয়েছে ব্যবসায়িক অঙ্ক।
নির্মাতাদের ব্যাখ্যা: কেন বাদ দেওয়া হচ্ছে এসডি কার্ড স্লট?
বিজ্ঞাপন
স্মার্টফোন নির্মাতারা এসডি কার্ড বাদ দেওয়ার কয়েকটি কারণ দেখিয়েছেন—
ধীর গতি: আজকাল ফোনের ইন্টারনাল স্টোরেজ অনেক দ্রুতগতি সম্পন্ন। এসডি কার্ড ব্যবহারে ফোন ধীরে কাজ করে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতায় প্রভাব ফেলে।
ভুল ব্যবহারে ক্ষতি: অনেক ব্যবহারকারী কম মানের বা পুরনো এক্সটার্নাল এসডি কার্ড ব্যবহার করেন, যা ফোনের হার্ডওয়্যারের ক্ষতি করতে পারে।

বিজ্ঞাপন
তথ্য ঝুঁকি: ব্যবহারের সময় হঠাৎ করে কার্ড খুলে ফেললে কিছু অ্যাপ কাজ বন্ধ করে দিতে পারে। ফলে ফোন নিয়ে ছুটতে হয় সার্ভিস সেন্টারে।
এসব ঝামেলা এড়াতেই নির্মাতারা এসডি কার্ড স্লট বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
প্রযুক্তিবিদদের মত: মূল লক্ষ্য ব্যবহারকারীর পকেট?
অনেকে মনে করছেন, এসডি কার্ড বাদ দেওয়ার আসল উদ্দেশ্য হলো বেশি স্টোরেজের ফোন বিক্রি করে বেশি মুনাফা অর্জন।
এখন এসডি কার্ড না থাকায় ব্যবহারকারীকে বাধ্য হয়ে ৬৪ জিবির পরিবর্তে ১২৮ বা ২৫৬ জিবির ফোন কিনতে হচ্ছে।
বেশি স্টোরেজ মানেই বেশি দাম, অথচ প্রতি জিবির দাম নির্ধারণে নেই কোনও নির্দিষ্ট নিয়ম। ফলে ১২৮ জিবির ফোনের তুলনায় ২৫৬ জিবির ফোনের দাম হতে পারে অনেক বেশি।

তথ্য সুরক্ষার জন্য ব্যবহারকারীদের ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে হচ্ছে, যার জন্য মাসে মাসে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।
পানি নিরোধক সুবিধা—আসল নাকি প্রচার?
বেশ কিছু নির্মাতা দাবি করছে, এসডি কার্ড স্লট না থাকায় ফোনকে আরও পাতলা ও ওয়াটারপ্রুফ করা সম্ভব হয়েছে।
কিন্তু প্রশ্ন হচ্ছে—
সত্যিই কি শুধু একটি স্লট বাদ দিলেই ফোন পুরোপুরি পানি প্রতিরোধী হয়?
ফোনে পানি ঢুকে নষ্ট হলে, বেশিরভাগ সংস্থাই ওয়ারেন্টি দিচ্ছে না।
এই কারণে অনেক প্রযুক্তিবিদের মতে, নির্মাতাদের এ দাবি পুরোপুরি যুক্তিসঙ্গত নয়।
আরও পড়ুন: আপনার ফোন নতুন না চোরাই বুঝবেন কীভাবে?
কী করবেন ব্যবহারকারী?
বাজেট কম হলে: এখনও বাজারে কিছু স্মার্টফোন রয়েছে যেগুলোতে এসডি কার্ড স্লট দেওয়া আছে।
তথ্য সুরক্ষা চাইলে: ব্যবহার করতে পারেন ওটিজি পেনড্রাইভ বা এনক্রিপটেড এক্সটার্নাল স্টোরেজ।
ক্লাউড স্টোরেজের খরচ এড়াতে: সস্তা ও নির্ভরযোগ্য অফলাইন ব্যাকআপ পদ্ধতির ওপর নির্ভর করুন।
এসডি কার্ডের স্লট তুলে দেওয়ার পেছনে প্রযুক্তিগত যেমন কিছু যুক্তি রয়েছে, তেমনই রয়েছে বাণিজ্যিক উদ্দেশ্যও। তাই স্মার্টফোন কেনার সময় শুধু ডিজাইন বা ফিচার নয়, নজর দিন স্টোরেজ ব্যবস্থার দিকেও। সচেতন থাকলে অপচয় এড়ানো সম্ভব।
এজেড

