তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৯ জুলাই ২০২৫, ০১:২৪ পিএম
বৃষ্টি নামলেই মনটা যেমন ভিজে যায়, ঠিক তেমনই ধীরে ধীরে কমে যেতে থাকে আমাদের মোবাইল বা ওয়াইফাই ইন্টারনেটের গতি। ইউটিউবে ভিডিও লোড হয় না, জরুরি মিটিং ফ্রিজ করে যায় কিংবা ফেসবুকে স্ক্রল করলেই ঘুরতে থাকে সেই বিরক্তিকর লোডিং চিহ্ন। বর্ষাকালে এমন সমস্যায় পড়েননি—এমন ইন্টারনেট ব্যবহারকারী খুঁজে পাওয়া মুশকিল।
কিন্তু কেন এমন হয়? বৃষ্টির সঙ্গে ইন্টারনেটের সম্পর্ক কী? আর এই ধীরগতির যন্ত্রণা থেকে মুক্তির উপায়ই বা কী? চলুন, জেনে নেওয়া যাক বৃষ্টির দিনে ইন্টারনেট স্লো হয়ে যাওয়ার আসল কারণ এবং তার কার্যকর সমাধান।
মোবাইল ডেটা বা ওয়াই-ফাই মূলত রেডিও ওয়েভের মাধ্যমে কাজ করে। বৃষ্টির ফোঁটা বা মেঘ থেকে নির্গত জলীয় বাষ্প এই রেডিও সিগন্যালকে দুর্বল করে দেয়।

অনেক এলাকায় ফাইবার অপটিক ক্যাবল বা ডিশ লাইন বৃষ্টির পানিতে ডুবে যায় বা পানি ঢুকে যায়। এতে ইন্টারনেট ট্রান্সমিশনে বাধা পড়ে।
বাড়ির ছাদে বা বারান্দায় থাকা রাউটার, এক্সটেন্ডার বা স্যাটেলাইট ডিভাইসে পানি জমলে সিগন্যাল দুর্বল হয়ে পড়ে।
বৃষ্টির সময় বিদ্যুৎ চলে গেলে টাওয়ার বা আইএসপির ব্যাকআপ ব্যবস্থা দুর্বল থাকলে ইন্টারনেট ধীর হয়ে পড়ে।
বৃষ্টির সময় মানুষ বাইরে না গিয়ে ঘরে থাকেন, ফলে অনেকেই একসাথে ইন্টারনেট ব্যবহার করেন। ফলে নেটওয়ার্কে চাপ পড়ে এবং গতি কমে যায়।

রেইন ডাম্প বা সিগন্যাল ক্ল্যাশ হলে রাউটার রিস্টার্ট করলে অনেক সময় গতি ফিরে আসে।
পানির আর্দ্রতা ও দেয়ালের কারণে সিগন্যাল ব্লক হতে পারে। তাই রাউটার এমন স্থানে রাখুন, যাতে সিগন্যাল সমভাবে ছড়ায়।
রাউটার ও ফাইবার অনুতে ব্যাকআপ দিলে বিদ্যুৎ না থাকলেও ইন্টারনেট চলবে।
অনেক সময় ব্যান্ড চেঞ্জ করে নিলেই গতি বাড়ে (যেমন: LTE Band 3/8 থেকে Band 40-এ শিফট)।
৫. আইএসপিকে জানিয়ে লাইনের অবস্থা চেক করান
ফাইবার ক্যাবলে পানি ঢুকেছে কি না বা লাইনের দুর্বল পয়েন্ট আছে কি না তা পরীক্ষা করানো উচিত।
৬. রেইন প্রটেকশন যুক্ত ডিশ বা রাউটার কাভার ব্যবহার করুন
বাজারে ওয়েদারপ্রুফ কভার পাওয়া যায়, যা রাউটার বা অনু ভিজে যাওয়া থেকে রক্ষা করে।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP) ইঞ্জিনিয়ার আরাফাত হোসেন বলেন, ‘বৃষ্টিতে স্পিড কমার অন্যতম কারণ হলো সিগন্যাল অ্যাটেনুয়েশন। তবে হাই-কোয়ালিটি রাউটার ও ব্যাকআপ থাকলে এই সমস্যার সমাধান করা যায়।’
আরও পড়ুন: বৃষ্টির দিনে স্মার্টফোন পলিথিনে ভরে ব্যবহার করা কি ঠিক?
বৃষ্টি হলে শুধু ছাতা নয়, দরকার হয় ইন্টারনেট সচল রাখার ‘ডিজিটাল ছাতাও’। কিছু সহজ পদক্ষেপ ও সচেতনতা আপনাকে বৃষ্টির মধ্যেও নির্বিঘ্নে নেট ব্যবহার করতে সাহায্য করতে পারে। মনে রাখবেন—বৃষ্টি বন্ধ করা না গেলেও, ধীরগতির নেট সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারেন।
এজেড