বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বৃষ্টির দিনে স্মার্টফোন পলিথিনে ভরে ব্যবহার করা কি ঠিক?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ১১:৪৫ এএম

শেয়ার করুন:

পলিথিনে ফোন ব্যবহার

বর্ষাকাল মানেই বৃষ্টি। আর এই বৃষ্টি যেন সবচেয়ে বেশি আতঙ্ক ছড়ায় হাতে থাকা স্মার্টফোনের জন্য। অনেকেই তখন তাড়াহুড়া করে ফোন পলিথিনে ভরে রাখেন, কেউ আবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখেন। তবে প্রশ্ন হলো—পলিথিনে মোবাইল রাখা কি আদৌ নিরাপদ? না কি এতে বাড়তে পারে ঝুঁকি?

পলিথিনে ফোন রাখা: উপকারিতা

১. পানিরোধক হিসেবে কাজ করে:

সাধারণ পলিথিন পানি ঢুকতে বাধা দেয়, তাই হালকা বা মাঝারি বৃষ্টিতে ফোন ভিজে যাওয়ার সম্ভাবনা কমে যায়।

২. চটজলদি সমাধান:

বাজারে পানি প্রতিরোধী মোবাইল কভার না থাকলে পলিথিন সাময়িক বিকল্প হিসেবে ব্যবহার করা যায়।


বিজ্ঞাপন


৩. ফোন ব্যবহার করা যায়:

পাতলা ও স্বচ্ছ পলিথিনে ফোন ঢুকিয়ে স্ক্রিন টাচ কিছুটা কাজ করে, ফলে ফোন পুরোপুরি অচল হয় না।

Cell-Phone-Poly-2

পলিথিন ব্যবহারের ঝুঁকি

১. ঘাম ও ঘন বাতাসে ভেতরে ঘাম জমে:

পলিথিন বাতাস চলাচল বন্ধ করে দেয়। ফলে দীর্ঘক্ষণ পলিথিনে রাখলে ফোনের ভেতরে ঘাম জমে বা ঘন তাপ তৈরি হয়, যা ফোনের ক্ষতি করতে পারে।

২. ওভারহিটিংয়ের আশঙ্কা:

টানা মোবাইল ব্যবহার করলে পলিথিনে তাপ আটকে যায়। এতে ফোনের প্রসেসর অতিরিক্ত গরম হয়ে পারফরম্যান্স কমে যেতে পারে।

৩. নিরাপত্তার ঘাটতি:

ধুলা বা পানি ঢুকার ঝুঁকি একেবারে রোধ হয় না। পলিথিন ছিদ্র বা খোলা থাকলে পানি ঢুকে পড়তে পারে।

৪. টাচ সেন্সর সমস্যা করে:

কিছু পলিথিনে স্ক্রিন স্পর্শে সাড়া দেয় না বা স্লিপ হয়ে যায়, যা বিপদজনক হতে পারে (যেমন: কল রিসিভ বা জরুরি অবস্থায় ফোন ব্যবহার করা)।

PHN

ভালো বিকল্প কী?

ওয়াটারপ্রুফ মোবাইল কভার বা পাউচ ব্যবহার করুন

এখন বাজারে নানা ধরনের ওয়াটাররেসিস্ট্যান্ট পাউচ বা কভার পাওয়া যায়, যা পলিথিনের তুলনায় অনেক নিরাপদ।

ওটিজি সিল করা ব্যাগ ব্যবহার করুন

ভেতরে একাধিক লেয়ার থাকায় এই ব্যাগে ফোন ও অন্যান্য ইলেকট্রনিক্স রাখা নিরাপদ।

ফোন ওয়াটারপ্রুফ কিনলে ভালো হয়

অনেক স্মার্টফোন এখন IP67/IP68 রেটিংসহ ওয়াটারপ্রুফ হয়ে আসে। এমন ফোনে সামান্য পানি সমস্যা করে না।

আরও পড়ুন: ফোনের চার্জার দিনভর প্লাগে লাগানোই থাকে? জানুন কী ভুল করছেন

পলিথিন ফোনকে অল্প সময়ের জন্য বৃষ্টির পানি থেকে রক্ষা করলেও, এটি দীর্ঘস্থায়ী বা নিরাপদ সমাধান নয়। বর্ষাকালে ফোন সুরক্ষায় ভালো মানের ওয়াটারপ্রুফ কভার ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। সচেতন থাকুন, প্রযুক্তি থাকুক নিরাপদ।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর