images

তথ্য-প্রযুক্তি

ফাস্ট চার্জিং কি ফোনের ক্ষতি করে?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৬ জুলাই ২০২৫, ০২:১৬ পিএম

স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে এখন ‘ফাস্ট চার্জিং’ যেন এক অপরিহার্য ফিচার। কয়েক মিনিটেই ফোন ৫০-৮০% চার্জ হয়ে যায়—এটাই এখন সময়ের দাবি। কিন্তু প্রশ্ন হলো, এত দ্রুত চার্জ হওয়ার পেছনে যে প্রযুক্তি, সেটি কি স্মার্টফোনের ব্যাটারির জন্য ক্ষতিকর?

এই প্রশ্নের উত্তর খুঁজতেই প্রযুক্তিবিদ ও স্মার্টফোন বিশেষজ্ঞদের মতামত ও বৈজ্ঞানিক বিশ্লেষণ তুলে ধরেছে এই প্রতিবেদন।

কীভাবে কাজ করে ফাস্ট চার্জিং?

সাধারণ চার্জিংয়ের তুলনায় ফাস্ট চার্জিং প্রযুক্তি উচ্চ ভোল্টেজ বা উচ্চ অ্যাম্পিয়ার ব্যবহার করে খুব দ্রুত ব্যাটারিতে শক্তি পাঠায়।

আজকের দিনে জনপ্রিয় কিছু ফাস্ট চার্জিং প্রযুক্তি হলো-

Qualcomm Quick Charge

USB Power Delivery (USB-PD)

SuperVOOC (Realme, Oppo)

Warp/VOOC (OnePlus)

Samsung Adaptive Fast Charging

আরও পড়ুন: স্মার্টফোন আসক্তি কমানোর কার্যকর উপায়

ফাস্ট চার্জিংয়ের সম্ভাব্য ক্ষতি কী?

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত চার্জিং মানেই তাপ উৎপাদন বেশি। আর এই অতিরিক্ত তাপ (heat) যদি নিয়মিত হয়, তাহলে ব্যাটারির স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে।

সম্ভাব্য ঝুঁকি:

ব্যাটারি গরম হয়ে যাওয়া (Overheating)

Battery Health ধীরে ধীরে কমে যাওয়া

চার্জ ধরে রাখার ক্ষমতা হ্রাস

চার্জিং সার্কিটে চাপ সৃষ্টি

তবে এগুলো নির্ভর করে চার্জার, কেবল এবং ফোনের কন্ট্রোল চিপের ওপরও।

fast

নির্মাতারা কী ধরনের সুরক্ষা দেয়?

আধুনিক স্মার্টফোনে এখন থাকে স্মার্ট চার্জিং অ্যালগারিদম। যা—

তাপমাত্রা নিয়ন্ত্রণ করে

নির্দিষ্ট চার্জিং স্টেজে চার্জের গতি কমিয়ে দেয়

ওভারভোল্টেজ বা শর্ট সার্কিট রোধ করে

তাই, মূল ব্র্যান্ডেড চার্জার ও কেবল ব্যবহার করলে ফাস্ট চার্জিংয়ের ক্ষতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।

ফাস্ট চার্জিং ব্যবহারে নিরাপদ থাকার টিপস:

চার্জিংয়ের সময় ফোন ঠাণ্ডা রাখুন

মোবাইল ব্যাক কভার খুলে দিন, সরাসরি রোদে রাখবেন না।

ফোনের সঙ্গে আসা চার্জারই ব্যবহার করুন

থার্ড পার্টি বা নকল চার্জার ব্যবহার বিপজ্জনক হতে পারে।

চার্জিংয়ের সময় ফোন ব্যবহার করবেন না

এতে তাপমাত্রা আরও বাড়ে, ব্যাটারির উপর চাপ পড়ে।

রাতভর চার্জে দিয়ে ঘুমাবেন না

ওভারচার্জিং আজকালকার ফোনে না হলেও দীর্ঘ সময় গরম থাকার ঝুঁকি থাকে।

ফাস্ট চার্জিং আমাদের সময় বাঁচালেও এটি যেন ব্যাটারির আয়ু না কমিয়ে দেয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। তাই মূল চার্জার ব্যবহার, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রয়োজন ছাড়া অতিরিক্ত ফাস্ট চার্জিং এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।

এজেড