তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৪ জুন ২০২৫, ০৯:৩৩ এএম
বহু বছর ধরেই অ্যাপলের ভাঁজযোগ্য (ফোল্ডিং) আইফোন নিয়ে জল্পনা চলছিল। এবার সেই গুঞ্জন বাস্তব হতে চলেছে। সুপরিচিত বিশ্লেষক মিং-চি কুও জানিয়েছেন, অ্যাপল ২০২৫ সালের তৃতীয় বা চতুর্থ প্রান্তিকের শেষ নাগাদ তাদের ফোল্ডেবল আইফোন প্রকল্পে কাজ শুরু করবে। যদিও এখনো তা সিরিয়াল উৎপাদন বা বাজারে ছাড়ার পর্যায়ে পৌঁছায়নি, তবে এটি যে বাস্তবায়নের পথে, তাতে সন্দেহ নেই।
বর্তমানে যেসব অ্যানড্রয়েড ফোল্ডেবল ফোন বাজারে রয়েছে, তাদের অধিকাংশেই ডিসপ্লে ভাঁজের জায়গায় দৃশ্যমান ভাঁজ দেখা যায়। তবে অ্যাপল এর ব্যতিক্রম কিছু করতে চাইছে। স্যামসাংয়ের সহায়তায় একটি বিশেষ ফোল্ডেবল ডিসপ্লে তৈরি করা হচ্ছে, যেখানে কোনও দৃশ্যমান ভাঁজ থাকবে না। এটি হবে বর্তমানের ভাঁজযোগ্য ফোনগুলোর তুলনায় এক বড় উন্নয়ন।

ডিসপ্লের পাশাপাশি অ্যাপল নতুন ধরনের কব্জা (hinge) ডিজাইন করছে, যেটি তৈরি হবে স্টেইনলেস স্টিল ও টাইটানিয়াম অ্যালয়ের সংমিশ্রণে। এতে ডিভাইসটি হবে আরও টেকসই এবং দৃষ্টিনন্দন। তবে এই অংশটি এখনও চূড়ান্ত অনুমোদনের পর্যায়ে পৌঁছায়নি, পরিবর্তনও হতে পারে বলে জানা গেছে।
বিশ্লেষক কুওর তথ্য অনুযায়ী, ফোল্ডিং আইফোন খুললে এর ডিসপ্লে হবে ৭.৮ ইঞ্চি এবং বন্ধ অবস্থায় ৫.৫ ইঞ্চি। খোলা অবস্থায় এটি আকারে আইপ্যাড মিনি-র কাছাকাছি হবে। বড় স্ক্রিন থাকা সত্ত্বেও এটি মাত্র ৪.৫ মিমি পাতলা হবে (খোলা অবস্থায়), আর বন্ধ অবস্থায় মোটা হবে ৯.৫ মিমি। এত পাতলা ডিজাইন অত্যন্ত উচ্চাভিলাষী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রাথমিকভাবে উৎপাদনের দায়িত্বে থাকবে ফক্সকন (Foxconn)। সব ঠিকঠাক চললে, ২০২৬ সালে এর সিরিয়াল উৎপাদন শুরু হতে পারে, এবং সেই বছরের শরৎকালেই বাজারে আসতে পারে ফোল্ডিং আইফোন, সম্ভবত আইফোন ১৮ সিরিজের অংশ হিসেবে।
বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধুমাত্র ‘আরেকটি ফোল্ডিং ফোন’ নয়। বরং অ্যাপল এমন একটি পণ্য তৈরি করতে চাইছে যা বাস্তব জীবনে ব্যবহারযোগ্য এবং আরামদায়ক হবে। বর্তমানে ফোল্ডিং ফোন একটি ছোট বাজার হলেও, অ্যাপলের ডিজাইন, মান এবং সফটওয়্যার ইকোসিস্টেম এই ক্ষেত্রটিকে এক নতুন মোড় দিতে পারে।
আরও পড়ুন: কনটেন্ট তৈরির জন্য কোন মডেলের ফোন ভালো?
এখন শুধু অপেক্ষা—অ্যাপল তাদের প্রথম ফোল্ডিং আইফোন কবে এবং কেমন করে উন্মোচন করে, সেটাই দেখার বিষয়।
এজেড