শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কনটেন্ট তৈরির জন্য কোন মডেলের ফোন ভালো?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ০২:৫২ পিএম

শেয়ার করুন:

best camera smartphone 2025

ভিডিও, ছবি, রিলস, ইউটিউব শর্টস, টিকটক বা ব্লগিং করার জন্য একটি ফোনে ক্যামেরা যত ভালো হবে, ততই আপনার কনটেন্ট মানসম্মত হবে। 

২০২৫ সালের হালনাগাদ অনুযায়ী কনটেন্ট নির্মাতাদের জন্য সেরা ক্যামেরা ফোনগুলোর তালিকা ও কেন এগুলো ভালো তা ব্যাখ্যা করা হলো:


বিজ্ঞাপন


কনটেন্ট তৈরির জন্য সেরা ক্যামেরা ফোন (২০২৫)

1. iPhone 15 Pro / Pro Max

48MP main sensor + 3D LiDAR

দুর্দান্ত ভিডিও স্ট্যাবিলাইজেশন


বিজ্ঞাপন


4K 60fps ভিডিও, প্রো রেজ (ProRes) ভিডিও সাপোর্ট

ভিডিওব্লগ, রিলস ও প্রফেশনাল ইউটিউব কনটেন্টের জন্য সেরা

কেন বেছে নেবেন: কালার একুরেসি, ন্যাচারাল স্কিন টোন ও টিকসই ক্যামেরা পারফরম্যান্স।

2. Samsung Galaxy S24 Ultra

200MP main sensor

8K ভিডিও রেকর্ডিং, সুপার স্টেডি মোড

10x অপটিক্যাল জুম

ভ্রমণ, আউটডোর কনটেন্ট ও সিনেমাটিক ভিডিওর জন্য আদর্শ

কেন বেছে নেবেন: সুপার ডিটেইল, নাইট মোডে চমৎকার পারফরম্যান্স।

phn

3. Google Pixel 8 Pro

50MP main + শক্তিশালী সফটওয়্যার প্রসেসিং

AI-ভিত্তিক ইমেজ এডিট ও ভয়েস ইরেজার

যারা ‘পয়েন্ট অ্যান্ড শুট’ পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট

কেন বেছে নেবেন: গুগলের সফটওয়্যার ম্যাজিক, ফটোর নিখুঁত কালার ব্যালান্স।

4. Vivo X100 Pro

ZEISS অপটিকস, 50MP triple camera

সিনেমাটিক ভিডিও, বোকেহ ভিডিও

পোর্ট্রেট, রিভিউ, রিলস তৈরিতে দুর্দান্ত

কেন বেছে নেবেন: চাইনিজ ফোন হলেও পোর্ট্রেট ও ভিডিওতে প্রফেশনাল লুক দেয়।

আরও পড়ুন: চার্জিংয়ের এসব ভুল অভ্যাসে ফোন নষ্ট হচ্ছে

5. Xiaomi 14 Ultra

Leica লেন্স, 1 inch ইঞ্চি সেন্সর

Pro মোড, vlog মোড, ভিডিও LUT সাপোর্ট

বাজেটের তুলনায় প্রফেশনাল লেভেলের আউটপুট

কেন বেছে নেবেন: কম বাজেটে DSLR-মতো ব্যাকগ্রাউন্ড ব্লার ও ভিডিও কোয়ালিটি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর