ভিডিও, ছবি, রিলস, ইউটিউব শর্টস, টিকটক বা ব্লগিং করার জন্য একটি ফোনে ক্যামেরা যত ভালো হবে, ততই আপনার কনটেন্ট মানসম্মত হবে।
২০২৫ সালের হালনাগাদ অনুযায়ী কনটেন্ট নির্মাতাদের জন্য সেরা ক্যামেরা ফোনগুলোর তালিকা ও কেন এগুলো ভালো তা ব্যাখ্যা করা হলো:
বিজ্ঞাপন
কনটেন্ট তৈরির জন্য সেরা ক্যামেরা ফোন (২০২৫)
1. iPhone 15 Pro / Pro Max
48MP main sensor + 3D LiDAR
দুর্দান্ত ভিডিও স্ট্যাবিলাইজেশন
বিজ্ঞাপন
4K 60fps ভিডিও, প্রো রেজ (ProRes) ভিডিও সাপোর্ট
ভিডিওব্লগ, রিলস ও প্রফেশনাল ইউটিউব কনটেন্টের জন্য সেরা
কেন বেছে নেবেন: কালার একুরেসি, ন্যাচারাল স্কিন টোন ও টিকসই ক্যামেরা পারফরম্যান্স।
2. Samsung Galaxy S24 Ultra
200MP main sensor
8K ভিডিও রেকর্ডিং, সুপার স্টেডি মোড
10x অপটিক্যাল জুম
ভ্রমণ, আউটডোর কনটেন্ট ও সিনেমাটিক ভিডিওর জন্য আদর্শ
কেন বেছে নেবেন: সুপার ডিটেইল, নাইট মোডে চমৎকার পারফরম্যান্স।

3. Google Pixel 8 Pro
50MP main + শক্তিশালী সফটওয়্যার প্রসেসিং
AI-ভিত্তিক ইমেজ এডিট ও ভয়েস ইরেজার
যারা ‘পয়েন্ট অ্যান্ড শুট’ পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট
কেন বেছে নেবেন: গুগলের সফটওয়্যার ম্যাজিক, ফটোর নিখুঁত কালার ব্যালান্স।
4. Vivo X100 Pro
ZEISS অপটিকস, 50MP triple camera
সিনেমাটিক ভিডিও, বোকেহ ভিডিও
পোর্ট্রেট, রিভিউ, রিলস তৈরিতে দুর্দান্ত
কেন বেছে নেবেন: চাইনিজ ফোন হলেও পোর্ট্রেট ও ভিডিওতে প্রফেশনাল লুক দেয়।
আরও পড়ুন: চার্জিংয়ের এসব ভুল অভ্যাসে ফোন নষ্ট হচ্ছে
5. Xiaomi 14 Ultra
Leica লেন্স, 1 inch ইঞ্চি সেন্সর
Pro মোড, vlog মোড, ভিডিও LUT সাপোর্ট
বাজেটের তুলনায় প্রফেশনাল লেভেলের আউটপুট
কেন বেছে নেবেন: কম বাজেটে DSLR-মতো ব্যাকগ্রাউন্ড ব্লার ও ভিডিও কোয়ালিটি।
এজেড

