তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৪ জুন ২০২৫, ১০:২৭ এএম
স্মার্টফোনের পাওয়ার বাটনটি অন্যতম গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার। ফোন চালু ও বন্ধ করা, স্ক্রিন লক বা রিস্টার্ট করার মতো কাজগুলো এই বোতামের মাধ্যমেই হয়। কিন্তু অনেক সময় দেখা যায়, ফোনের পাওয়ার বাটন কাজ করছে না—দ্রুত প্রতিক্রিয়া দিচ্ছে না বা একেবারে নষ্ট হয়ে গেছে। তখন প্রশ্ন আসে, কীভাবে ফোন বন্ধ করবেন বা রিস্টার্ট করবেন?
ভাগ্য ভালো, বর্তমান স্মার্টফোনগুলোতে পাওয়ার বাটনের বিকল্প অনেক উপায় রয়েছে ফোন বন্ধ করার।
অনেক অ্যানড্রয়েড ফোনে ‘Settings’ এ গিয়ে ‘Power Off’ বা ‘Restart’ করার অপশন থাকে:
Settings > Accessibility > Power Menu
Settings > Additional Settings > Button shortcuts
(শাওমি, রিয়েলমি ইত্যাদিতে ভিন্নভাবে থাকতে পারে)
কিছু ফোনে স্ক্রিনের ওপর থেকে নিচে টেনে আনলে পাওয়ার মেনু দেখা যায় (Quick Settings বা Control Center)। সেখান থেকেই ফোন বন্ধ বা রিস্টার্ট করার অপশন পেতে পারেন।
যদি আপনার ফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট চালু থাকে, তবে কেবল বললেই হয়:
"Hey Google, turn off my phone"
(সব ফোনে কাজ নাও করতে পারে; রুট বা ডেভেলপার পারমিশন প্রয়োজন হতে পারে)

কম্পিউটারে USB দিয়ে ফোন কানেক্ট করে ADB (Android Debug Bridge) ব্যবহার করে ফোন বন্ধ করা যায়:
bash
Copy
Edit
adb shell reboot -p
এ জন্য ফোনে ‘USB Debugging’ চালু থাকতে হবে এবং কম্পিউটারে ADB সেটআপ থাকতে হবে।
কিছু ফোনে রয়েছে নির্দিষ্ট সময় পর ফোন বন্ধ হওয়া বা চালু হওয়ার ফিচার।
যেমন-
Settings > Battery or Schedule > Auto power off/on
ভলিউম বাটন ও টাচ স্ক্রিন ব্যবহার করুন: কিছু ফোনে ভলিউম ডাউন + স্ক্রিনে পাওয়ার অপশন একত্রে চাপলে অফ মেনু আসে।
আরও পড়ুন: বড় ডিসপ্লের ফোন কি দ্রুত চার্জ শেষ করে?
থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করুন: Play Store-এ “Power Menu”, “Shutdown App” টাইপ করে খুঁজলে এমন অ্যাপ পাওয়া যাবে যেগুলো স্ক্রিন থেকে ফোন বন্ধ বা রিস্টার্ট করতে দেয়।
পাওয়ার বাটন নষ্ট হলে চিন্তার কিছু নেই। বর্তমান স্মার্টফোনগুলোতে সফটওয়্যার-নির্ভর বিকল্প আছে, যেগুলোর মাধ্যমে ফোন বন্ধ বা রিস্টার্ট করা যায় সহজেই। তবে দীর্ঘমেয়াদে সমাধানের জন্য হার্ডওয়্যার সমস্যা সারানোই উত্তম। প্রয়োজনে বিশ্বস্ত সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।
এজেড