শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বড় ডিসপ্লের ফোন কি দ্রুত চার্জ শেষ করে?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২৫, ১০:০৬ এএম

শেয়ার করুন:

স্মার্টফোনের বড় ডিসপ্লে

বর্তমান সময়ের স্মার্টফোন ব্যবহারকারীরা বড় ডিসপ্লের দিকে ঝুঁকছেন। ভিডিও দেখা, গেম খেলা, সোশ্যাল মিডিয়া বা ই-বুক পড়ার সুবিধার্থে বড় স্ক্রিনের চাহিদা বেড়েই চলেছে। তবে অনেকের মনেই প্রশ্ন—বড় ডিসপ্লে মানেই কি বেশি চার্জ খরচ?

বিশেষজ্ঞদের মতে, বড় ডিসপ্লে সাধারণত তুলনামূলক বেশি চার্জ খরচ করে। তবে বিষয়টি কেবল স্ক্রিনের আকারের উপর নির্ভর করে না। ডিসপ্লের প্রযুক্তি, রিফ্রেশ রেট, স্ক্রিনের উজ্জ্বলতা এবং ব্যাকগ্রাউন্ডে চালু থাকা অ্যাপের মতো বিষয়গুলোও এতে বড় ভূমিকা রাখে।


বিজ্ঞাপন


কেন বেশি চার্জ খরচ হয়?

বেশি পিক্সেল ও উচ্চ রেজল্যুশন

বড় স্ক্রিন মানেই অধিক রেজল্যুশন, যা স্ক্রিনে বেশি পিক্সেল দেখাতে সক্ষম। এই বাড়তি পিক্সেল রেন্ডার করতে গিয়ে প্রসেসরকে বেশি কাজ করতে হয়, ফলে ব্যাটারির ওপর চাপ পড়ে।

big


বিজ্ঞাপন


উজ্জ্বলতা ও রিফ্রেশ রেট

বেশিরভাগ বড় ডিসপ্লে ফোনেই এখন উচ্চ রিফ্রেশ রেট (৯০ হার্জ, ১২০ হার্জ) থাকে। এতে স্ক্রলিং স্মুথ হলেও ব্যাটারি দ্রুত শেষ হয়। তাছাড়া বেশি ব্রাইটনেসেও চার্জ দ্রুত ফুরায়।

ক্রিন টাইম বেশি

বড় স্ক্রিনে ভিডিও দেখা, গেম খেলা বা সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো আরও আরামদায়ক। ফলে ব্যবহার সময় (Screen-On-Time) বাড়ে—আর স্ক্রিনই হলো স্মার্টফোনের সবচেয়ে বেশি চার্জ খরচকারী অংশ।

diplay

চার্জ বাঁচাতে করণীয়

ফোনে ডার্ক মোড ব্যবহার করুন (বিশেষ করে অ্যামোলিড স্ক্রিনে)

অটো ব্রাইটনেস অন রাখুন

প্রয়োজন না থাকলে হাই রিফ্রেশ রেট বন্ধ করুন

অপ্রয়োজনীয় অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলা বন্ধ করুন

আরও পড়ুন: ফোনে একটানা কতক্ষণ কথা বলা নিরাপদ?

বড় ডিসপ্লে স্মার্টফোন নিঃসন্দেহে ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক। তবে এটি বেশি চার্জ খরচ করতে পারে, যদি না আপনি কিছু স্মার্ট ব্যবহারবিধি অনুসরণ করেন। স্ক্রিনের সাইজ ছাড়াও ডিসপ্লে টেকনোলজি, অপ্টিমাইজেশন ও আপনার ব্যবহারের ধরনই শেষ পর্যন্ত নির্ধারণ করবে আপনার ফোন কতক্ষণ চার্জ ধরে রাখতে পারবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর