images

তথ্য-প্রযুক্তি

বৃষ্টির দিনে স্মার্টফোন শুকনা রাখার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৩০ মে ২০২৫, ১০:২৮ এএম

বর্ষাকাল মানেই সজীব প্রকৃতি, ঠান্ডা হাওয়া—আর সঙ্গে থাকে হঠাৎ হঠাৎ ঝরঝরে বৃষ্টি। কিন্তু এই সুন্দর বৃষ্টি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ভিজে গেলে স্মার্টফোনের স্ক্রিন, ক্যামেরা, স্পিকারসহ নানা অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আগে থেকেই কিছু সহজ উপায় জানলে স্মার্টফোনকে শুকনা রাখা সম্ভব।

স্মার্টফোন শুকনা রাখার কার্যকর উপায়সমূহ:

জিপলক ব্যাগ ব্যবহার করুন

বাজারে সহজলভ্য এই প্লাস্টিকের সিল করা ব্যাগটি স্মার্টফোনের জন্য দুর্দান্ত সুরক্ষা দেয়। ফোনটিকে জিপলক ব্যাগে ভরে রাখলে স্ক্রিন স্পর্শ করেও ব্যবহার করা যায়।

পলিথিন ব্যাগ বা র‍্যাপিং

জরুরি অবস্থায় আশেপাশে না থাকলে একটি সাধারণ পলিথিন ব্যাগও ফোন রক্ষায় কার্যকর হতে পারে। তবে ব্যাগটি যেন ছিদ্রহীন ও মোটা হয়, তা নিশ্চিত করতে হবে।

ছাতা ব্যবহার করা

শুধুমাত্র নিজের মাথা নয়, বরং ছাতা ধরে রাখার সময় ফোন ব্যবহারের ক্ষেত্রেও ছাতা ধরে রাখুন—এটি সরাসরি পানি থেকে ফোনকে বাঁচায়।

ওয়াটারপ্রুফ মোবাইল কভার ব্যবহার

বাজারে এখন অনেক ধরনের ওয়াটারপ্রুফ মোবাইল কভার পাওয়া যায়। এগুলো দীর্ঘমেয়াদে ফোনকে পানি থেকে সুরক্ষা দেয় এবং ফোনটি ব্যবহারযোগ্য রাখে।

BANG

বৃষ্টির দিনে ব্যাগে রাখুন ফোন

বাইরের ভেজা পরিবেশে কথা বলার প্রয়োজন না থাকলে ফোনটি ব্যাগে অথবা কাপড় দিয়ে মুড়িয়ে পকেটে রাখুন।

পাওয়ার ব্যাংক ও চার্জারও সুরক্ষায় রাখুন

শুধু ফোন নয়, সঙ্গে রাখা চার্জার, কেবল, কিংবা পাওয়ার ব্যাংকও ভিজে গেলে কাজ করা বন্ধ করে দিতে পারে। সেগুলোকেও পলিথিন বা পৃথক সুরক্ষায় রাখুন।

বাইকে বা স্কুটারে থাকলে ফোন হ্যান্ডলবারে না রেখে শরীরের সুরক্ষিত জায়গায় রাখুন।

আরও পড়ুন: স্মার্টফোন ভিজলে দ্রুত শুকানোর উপায়

বৃষ্টিতে স্মার্টফোন  ভিজে গেলে কী করবেন?

ফোন বন্ধ করে দিন

শুকনা কাপড় বা টিস্যু দিয়ে মুছে ফেলুন

সম্ভব হলে সিলিকা জেল বা কাঁচা চালের মধ্যে রেখে কিছুক্ষণ শুকাতে দিন

চার্জ দেয়ার আগে সম্পূর্ণ শুকানো নিশ্চিত করুন

বৃষ্টির দিনে সামান্য অসতর্কতায় স্মার্টফোনটি পানিতে ভিজে নষ্ট হয়ে যেতে পারে। অথচ একটু সচেতনতা ও পূর্বপ্রস্তুতিতেই রক্ষা করা যায় মূল্যবান ডিভাইসটি। জিললক ব্যাগ, পলিথিন, বা ছাতার মতো সহজলভ্য উপকরণই হতে পারে স্মার্টফোনের রক্ষাকবচ। তাই বর্ষাকালে ফোন ব্যবহারকারীদের উচিত এসব প্রতিরোধমূলক ব্যবস্থা সঙ্গে রাখা এবং প্রয়োগ করা।

এজেড