শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্মার্টফোন ভিজলে দ্রুত শুকানোর উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০২৫, ১১:১৮ এএম

শেয়ার করুন:

wet phone

বর্ষাকালে বা অসাবধানতাবশত স্মার্টফোন ভিজে যাওয়ার ঘটনা হরহামেশাই ঘটে। অনেকেই জানেন না, এমন পরিস্থিতিতে ঠিক কী করতে হবে। সময়মতো সঠিক ব্যবস্থা নিলে ফোনটি অনেক ক্ষেত্রেই রক্ষা করা সম্ভব। চলুন জেনে নিই, কীভাবে দ্রুত ও নিরাপদভাবে ভেজা ফোন শুকিয়ে নিতে পারেন।

তাৎক্ষণিক করণীয়

স্মার্টফোন ভিজে গেলে সঙ্গে সঙ্গে ফোনটি বন্ধ করে দিন। এরপর কভার, সিম কার্ড ও মেমোরি কার্ড খুলে ফেলুন এবং ফোনটি মুছে নিন শুকনা কাপড়ে।

wet_phone_inner

মুছে ফেলুন এবং বাতাস চলতে দিন

চার্জিং পোর্ট, স্পিকার, বাটন ও হেডফোন জ্যাক— এই অংশগুলো ভালোভাবে মুছে ফেলুন এবং ফোনের মধ্যে বাতাস চলাচল নিশ্চিত করুন।


বিজ্ঞাপন


rain_water

চাল বা সিলিকা জেলে রাখুন

ফোনটিকে একটি পাতলা কাপড়ে মুড়িয়ে চাল ভর্তি পাত্রে বা সিলিকা জেলের মধ্যে রেখে দিন অন্তত ২৪ ঘণ্টা। এটি ফোনের ভেতরের আর্দ্রতা শুষে নিতে সাহায্য করে।

আরও পড়ুন: বৃষ্টিতে স্মার্টফোন ভিজলে কি নষ্ট হয়ে যায়?

যা করা যাবে না

হেয়ার ড্রায়ার, মাইক্রোওয়েভ বা রোদে ফোন শুকানো বিপজ্জনক। এতে ফোনের অভ্যন্তরীণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

water_drop

পরীক্ষা ও প্রয়োজনে সাহায্য নিন

২৪ ঘণ্টা পর ফোন চালু করে দেখুন। চার্জিং বা স্ক্রিনে সমস্যা থাকলে দেরি না করে সার্ভিস সেন্টারে যান।

সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিলে ভেজা ফোনও পুনরায় সচল করা সম্ভব। তবে সচেতন থাকাই সবচেয়ে বড় সুরক্ষা।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর