images

তথ্য-প্রযুক্তি

দিনে কত ঘণ্টা এসি চালানো ভালো?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৯ মে ২০২৫, ১০:৪৯ এএম

প্রচণ্ড গরমে অনেকেই দিনের অধিকাংশ সময় ঘরে এয়ার কন্ডিশনার (এসি) চালিয়ে রাখেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন— অতিরিক্ত সময় ধরে এসি চালানো হতে পারে বিপজ্জনক। ভুল ব্যবহারে এসিতে আগুন পর্যন্ত লেগে যেতে পারে, ঘটতে পারে বড় দুর্ঘটনা।

অতিরিক্ত সময় এসি চালানো কি নিরাপদ?

অনেকে মনে করেন, অল্প সময়ের জন্য বাইরে গেলে এসি বন্ধ করার প্রয়োজন নেই, যাতে ফিরে এসে ঠান্ডা ঘরে প্রবেশ করা যায়। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। এসি দীর্ঘক্ষণ একটানা চালালে তা অত্যধিক গরম হয়ে যেতে পারে। এতে কম্প্রেসারে অতিরিক্ত চাপ পড়ে এবং ভেতরের যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এতে শুধু এসির ক্ষতি নয়, ঘটতে পারে বাড়ির পুরো বৈদ্যুতিক ব্যবস্থার বিপর্যয়।

আরও পড়ুন: সেকেন্ড হ্যান্ড এসি কেনা কি লাভজনক?

বিশেষজ্ঞদের মতে, এসির কম্প্রেসার একটানা কাজ করতে করতে এতটাই গরম হয়ে যায় যে, এক পর্যায়ে প্লাস্টিকের কাঠামো গলে গিয়ে শর্ট সার্কিট পর্যন্ত হতে পারে।

ac

তাহলে দিনে কতক্ষণ চালানোই ভালো?

ক্রোমা ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এসি চালানোর আদর্শ সময় নির্ভর করে ঘরের আকার এবং এসির ক্ষমতার ওপর। 

যদি আপনার ঘর ছোট হয় আর এসি ১ টনের হয়, তাহলে দিনে ৮ থেকে ১০ ঘণ্টা চালানো নিরাপদ। আর যদি এসি ১.৫ বা ২ টনের হয়, এবং ঘর বড় হয়, তাহলে দিনে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত চালানো যেতে পারে। তবে মাঝেমধ্যে এসি বন্ধ করে তাকে “ঠান্ডা” হওয়ার সময় দিতে হবে।

ac5

এসি নিরাপদে ব্যবহারের কিছু পরামর্শ

  • বাইরে গেলে এসি অবশ্যই বন্ধ করে বের হন
  • টাইমার সেট করুন, যাতে নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়
  • ঘরের জানালা ও পর্দা সঠিকভাবে বন্ধ রাখুন, যাতে ঠান্ডা বজায় থাকে
  • নিয়মিত এসির সার্ভিসিং করান
  • এসি ব্যবহারে অতিরিক্ততা এড়িয়ে চলুন

সতর্ক না থাকলে বড় বিপদ

দীর্ঘক্ষণ ও অতিরিক্ত লোডে এসি চালালে শুধু যন্ত্রপাতির ক্ষতি নয়, বাসার মানুষের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। তাই এসি ব্যবহারে কেবল আরাম নয়, চাই সচেতনতা ও নিরাপত্তাবোধ।

এজেড