তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৩ মে ২০২৫, ১০:৩৪ এএম
যারা এসির বিল কমাতে চান তারা একটি টেকনিক ফলো করতে পারেন। টেকনিকটি হচ্ছে এসি রুমে সিলিং ফ্যান চালানো। এতে করে এসির ঠান্ডা বাতাস রুমের কোণায় কোণায় পৌঁছে যাবে। সেই সঙ্গে বাঁচবে বিদ্যুৎ বিল। বিশ্বাস না হলে আজই এই পদ্ধতি ফলো করতে পারেন।
গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরূপ প্রভাব হিসেবে গ্রীষ্মকাল প্রায় প্রতি বছরই আগের বছরের চেয়ে গরম হয়ে উঠছে। এই গ্রীষ্মে গরমকে পরাস্ত করার একটি উপায় হল এয়ার কন্ডিশনার।
আরও পড়ুন: রুমে এসি চালু থাকা অবস্থায় ফ্যান চালানো যায়?
এই সময় একটি ইনভার্টার স্মার্ট এসি-তে টাকা বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ৷ এটি শুধুমাত্র শরীর শীতল রাখতে সাহায্য করে না বরং দীর্ঘমেয়াদি শক্তি এবং অর্থ সাশ্রয় করে।
এসির সঙ্গে ফ্যান চালালে বেশি ঠান্ডা আসে ঠিকই, বিদ্যুৎ বিলও বাড়ে। আমরা আপনাকে বলব কীভাবে এসির সঙ্গে ফ্যান ব্যবহার করা উচিত যাতে আপনি এসির শীতলতা দ্বিগুণ করতে পারেন এবং বিদ্যুৎ বিল কমাতে পারেন।

মনে রাখবেন পূর্ণ গতিতে নয়, ধীরে ধীরে ফ্যান চালালে বিল কম আসে। ফ্যানের সাহায্যে ঘরের প্রতিটি কোণে ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়বে।
পাখা চালানোর আরেকটি সুবিধা হল, ঘরটি বড় হলেও, শীতল বাতাস সর্বত্র পৌঁছায়। এছাড়াও, এসির তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে যার ফলে এর কম্প্রেসারে কোনও চাপ পড়ে না এবং বিদ্যুৎ বিল কমে আসে। এইভাবে আপনি কম বিদ্যুৎ বিলে আরও শীতলতা উপভোগ করতে পারবেন।
যদি ঘর ছোট হয় তাহলে ফ্যান চালাবেন না। এছাড়াও, যদি ঘরটি এমন জায়গায় অবস্থিত হয় যার কাছাকাছি রাস্তা আছে অথবা প্রচুর ধুলো জমে থাকে, তাহলে আপনার ফ্যান চালানো উচিত নয়। এর ফলে এসি ফিল্টারগুলোতে ধুলা জমে এবং বারবার পরিষ্কার বা পরিবর্তন করতে হয়।
এজেড