images

তথ্য-প্রযুক্তি

এই ফোনে পাবেন ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০১ এপ্রিল ২০২৫, ০৭:৪৩ এএম

images

শক্তিশালী ব্যাটারি এবং প্রসেসরের ফোন আনল রিয়েলমি। যার মডেল রিয়েলমি ১৪। এটি একটি ৫জি ফোন। ডিভাইসটিতে দেওয়া হয়েছে আকর্ষণীয় সমস্ত গেমিং ফিচার। মিলবে দুর্দান্ত ক্যামেরার সুবিধাও। টেকপ্রেমীদের জন্য কোন নতুন চমক নিয়ে এসেছে এই জনপ্রিয় স্মার্টফোন কোম্পানিটি।

চলতি মাসে ইতিমধ্যেই একাধিক আকর্ষণীয় স্মার্টফোন লঞ্চ হয়েছে। একাধিক জনপ্রিয় কোম্পানি টেকপ্রেমীদের জন্য বাজারে নয়া স্মার্টফোন নিয়ে এসেছে। বাজেট থেকে শুরু করে প্রিমিয়াম, সকল সেগমেন্টেই নয়া চমক নিয়ে এসেছে স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানিগুলো। এবার চলতি মাসের একেবারে শেষদিকে বাজারে একটি সম্পূর্ণ নতুন স্মার্টফোন নিয়ে এল জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি রিয়েলমি।

আরও পড়ুন: সবচেয়ে দ্রুত চার্জ হবে শাওমির এই ফোন

এই নতুন ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ সিস্টেম-অন-চিপের সুবিধা প্রদান করা হয়েছে। পাওয়ারফুল প্রসেসরটির কারণে আকর্ষণীয় গেমিং এক্সপিরিয়েন্সের সুবিধা পাওয়া যাবে। গেমিংয়ের কারণে ফোনটিতে ওভারহিটিং লক্ষ্যণীয় হবে না। সেই লক্ষ্যেই স্মার্টফোনটিতে বাইপাস চার্জিং মেকানিজমের ফিচার প্রদান করেছে রিয়েলমি।

main

তবে, গ্লোবাল মার্কেটেই এই স্মার্টফোনটিকে লঞ্চ করেছে কোম্পানিটি। এখনও ভারত ও বাংলাদেশের বাজারে এই ফোনটিকে লঞ্চ করা হয়নি। দেশের বাজারে কবে এই ফোনটিকে লঞ্চ করা হতে চলেছে সেই বিষয়টি এখনও নিশ্চিত করে রিয়েলমি। তবে, শিগগিরই সংস্থাটির তরফে এই ফোনটিকে দেশের বাজারেও লঞ্চ করা হতে পারে।

এই স্মার্টফোনটিতে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজের সুবিধা পাওয়া যাবে। প্রদান করা হয়েছে একটি ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলিড ডিসপ্লে। এই স্ক্রিনটিতে ১২০ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট এবং ২০০ নিটস পিক ব্রাইটনেসের সুবিধা পাওয়া যেতে চলেছে। অর্থাৎ, স্পষ্টভাবেই এই ফোনটিতে আকর্ষণীয় ডিসপ্লের সুবিধা পাওয়া যাবে।

রিয়েলমির এই মোবাইলটিতে আকর্ষণীয় ক্যামেরা ফিচারের সুবিধাও প্রদান করা হয়েছে। রিয়েলমি ১৪ মডেলে একটি অপটিক্যাপ ইমেজ স্টেবিলাইজেশনসহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। ব্যাকসাইডের এই ক্যামেরাটির মাধ্যমে আকর্ষণীয় ছবি তোলার সুবিধা পাওয়া যাবে। একইভাবে ফোনটির সামনের দিকে প্রদান করা হয়েছে একটি ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। এই ক্যামেরাটিকে সেলফি তোলা এবং ভিডিও কলিংয়ের জন্য ব্যবহার করা যাবে।

একইসঙ্গে স্মার্টফোনটিতে একটি পাওয়ারফুল ব্যাটারির সুবিধা করেছে রিয়েলমি। গ্রাহকরা এই স্মার্টফোনটিতে একটি ৬০০০ এমএএইচের ব্যাটারির সুবিধা পাবেন। ব্যাটারিটির সঙ্গে ৪৫ ওয়াটেরচার্জিং সাপোর্টের সুবিধা প্রদান করা হয়েছে। মিলবে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্সের সুবিধাও। 

এজেড