images

তথ্য-প্রযুক্তি

এই কম দামের ফোনে পাবেন ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২১ জানুয়ারি ২০২৫, ০৩:৫৬ পিএম

জনপ্রিয় হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা সাশ্রয়ী দামের নতুন ফোন আনল। যার মডেল মটোরোলা জি৮৫ ৫জি। এই ফোনে পাবেন ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ১২ জিবি র‌্যামে ডিভাইসটি কেনা যাবে। স্টোরেজ মিলবে ২৫৬ জিবি। 

নতুন মটোরোলা ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস থ্রিডি কার্ভড পিওএলইডি ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১২০ হার্জ সমর্থন করে। এই ডিসপ্লেতে গরিলা গ্লাস ৫ প্রটেকশন রয়েছে। যা স্ক্রিনকে স্ক্র্যাচ এবং ক্ষতি থেকে রক্ষা করবে। ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেনারেশন ৩ প্রসেসর। হাই-এন্ড পারফরম্যান্সের জন্য তাই যথেষ্ট শক্তিশালী মডেলটি।

ফটোগ্রাফি পছন্দ করেন এমন ব্যক্তিদের জন্য ফোনটি খুবই উপযোগী। এর প্রাইমারি ক্যামেরা সেটআপে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা স্পষ্ট এবং উজ্জ্বল ছবি তোলার নিশ্চয়তা দেয়।

motorola_pic

এই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যাবে। এছাড়া, ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টের মাধ্যমে ফোনটি দ্রুত চার্জ করা সম্ভব।

মটোরোলা জি৮৫ ৫জি ফোনটি অ্যানড্রয়েড ১৪ ভিত্তি হেলো ইউআই অপারেটিং সিস্টেমে চলে। এই ফোনটিতে ২ বছরের ওএস আপডেট পাওয়া যাবে।

ফোনের সুরক্ষার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়া, আইপি৫২ রেটিংসহ ফোনটি পানি ও ধুলার বিরুদ্ধে প্রতিরোধী। সাউন্ড সিস্টেমে রয়েছে ডলবি অ্যাটমস  সাপোর্টেড ডুয়াল স্টেরিও স্পিকার, যা প্রিমিয়াম অডিও এক্সপেরিয়েন্স দেবে।

আরও পড়ুন: রিয়েলমির এই ফোন অ্যানড্রয়েড আপডেট পাচ্ছে

বাজারে উপলব্ধ ফোনগুলোর তুলনায় জি৮৫ ৫জি-এর ফিচার ও অফার বেশ আকর্ষণীয়। যদি আপনি একটি প্রিমিয়াম সেলফি ক্যামেরা, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং দ্রুত পারফরম্যান্স যুক্ত ফোনের খোঁজে থাকেন, তবে এই মডেলটি কিনতে পারেন। দাম ২৫ হাজার টাকার মধ্যেই। 

এজেড