রিয়েলমি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। প্রতিষ্ঠানটির একটি মডেলের ফোন অ্যানড্রয়েড আপডেট পাচ্ছে। মডেলটি হচ্ছে রিয়েলমি জিটি ৬টি।
সম্প্রতি রিয়েলমি জিটি ৬টি ফোনের জন্য অ্যানড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ স্ট্যাবল আপডেট ছাড়তে শুরু করেছে। গত বছরের নভেম্বর মাসে আর্লি অ্যাক্সেস বিটা প্রোগ্রামের পর, এবারে এই স্টেবল আপডেট ধীরে ধীরে ব্যবহারকারীদের কাছে পৌঁছাচ্ছে। সম্পূর্ণ রোলআউট হতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে।
বিজ্ঞাপন
নতুন আপডেটে কী কী ফিচার পাবেন রিয়েলমি ব্যবহারকারীরা?
নতুন আপডেটটি ব্যবহারকারীদের জন্য একাধিক উন্নত ফিচার এবং নতুন ডিজাইন নিয়ে এসেছে। এই আপডেটে অ্যানিমেশন সিস্টেমকে নতুনভাবে ডিজাইন করা হয়েছে। একই সঙ্গে ইউজার ইন্টারফেসের ডিজাইনেও বেশ কিছু পরিবর্তন এসেছে, যেখানে নতুন রঙিন অ্যাপ আইকন, রিয়েল-টাইম ব্লেন্ডিং এবং ডাইনামিক ব্লার প্রভাব রয়েছে।
ব্যাটারি লাইফ বাড়ানোর জন্য নতুন একটি ব্যাটারি প্রোটেকশন ফিচার যোগ করা হয়েছে। এই ফিচার ৮০% চার্জের পর চার্জিং বন্ধ করে দেয়। এছাড়া, দীর্ঘ সময় ধরে ডিভাইস চার্জারে সংযুক্ত থাকলে, চার্জিং লিমিট অন করার জন্য একটি রিমাইন্ডার পাঠানো হয়।
বিজ্ঞাপন
অ্যানড্রয়েড ১৫ আপডেটে আল্ট্রা অ্যানিমেশন ইফেক্ট যুক্ত করা হয়েছে, যা ইউজার ইন্টারফেসে নতুন লুক এবং অনুভূতি নিয়ে আসে। এতে মাল্টি-অ্যাপ সুইচিং আরও স্মুথ এবং দ্রুত হয়েছে। বিশেষ করে ভারী ব্যবহারের সময়েও ডিসপ্লের স্টাবিলিটি অটুট থাকে।

নতুন ফ্লাক্স থিম ব্যবহারকারীদের জন্য একটি বড় সংযোজন। এটি উচ্চ মানের থিমের সংগ্রহ নিয়ে এসেছে যা সিস্টেম ওয়ালপেপার এবং ফটো দিয়ে কাস্টমাইজ করা যায়। এছাড়া, অলওয়েজ-অন ডিসপ্লে এবং লক স্ক্রিনের জন্য নতুন কাস্টমাইজেশন অপশন যোগ করা হয়েছে। লক স্ক্রিনে ক্লক কালার ব্লেন্ডিং, এআই ডেপথ ইফেক্ট এবং ব্লার ওয়ালপেপার ফিচার অন্তর্ভুক্ত রয়েছে।
ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার জন্য নতুন হিডেন অ্যাপ ফিচার যুক্ত হয়েছে। এই ফিচারের মাধ্যমে নির্দিষ্ট কিছু অ্যাপ পাসওয়ার্ড-সুরক্ষিত ফোল্ডারে রাখা যাবে। এছাড়া, পেমেন্ট প্রটেকশন সিস্টেমেও উন্নতি আনা হয়েছে। স্ক্রিন শেয়ারিং বা অ্যাক্সেসিবিলিটি ফিচার ব্যবহার হলে পেমেন্টের সময় সুরক্ষা নিয়ে সতর্কবার্তা পাঠানো হবে।
ফ্লোটিং উইন্ডো ফিচারে নতুন গেসচার যোগ করা হয়েছে। উদাহরণস্বরূপ, নোটিফিকেশন ব্যানার নিচে টেনে ফ্লোটিং উইন্ডো আনা, পূর্ণ স্ক্রিন ডিসপ্লের জন্য ফ্লোটিং উইন্ডো টেনে নামানো বা সাইডে সোয়াইপ করে এটি লুকিয়ে রাখা সম্ভব। স্প্লিট ভিউ ফিচারে আরও উন্নতি এসেছে। এখন ব্যবহারকারীরা সহজেই স্প্লিট উইন্ডোর আকার পরিবর্তন করতে পারবেন।
রিয়েলমি জিটি ৬টি মডেলের নতুন আপডেট ব্যবহারকারীদের আরও উন্নত অভিজ্ঞতা প্রদান করবে। বিশেষ করে ব্যাটারি সুরক্ষা, ভিজ্যুয়াল উন্নতি এবং কাস্টমাইজেশনের মতো ফিচারগুলো ব্যবহারকারীদের দৈনন্দিন ব্যবহারে আরও সুবিধাজনক করবে।
এজেড

