images

তথ্য-প্রযুক্তি

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপে যে বার্তা দিতে পারেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০১ জানুয়ারি ২০২৫, ০৯:৫৭ এএম

images

নতুন বছর এলো। ২০২৫ সালের সূর্যোদয় হলো আজ। এই দিনটিকে প্রিয়জনদের সঙ্গে উপভোগ্য করতে ফোনে, ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে শুভেচ্ছা বার্তা আদান-প্রদান হচ্ছে। 

প্রতিবছর যেমন প্রাপ্তি হয়, তেমন আবার কিছু জিনিস হারিয়েও যায় মানুষের জীবন থেকে। এই চাওয়া পাওয়ার মধ্যেই চলে আসে আরও একটি নতুন বছর। নতুন বছরকে মন থেকে স্বাগত জানান। পাঠান শুভেচ্ছা বার্তা। ভালো করে দিন সকলের মন। কী লিখবেন বার্তায় সেটাও জেনে নিন।

১. মুঠো ফোনের মাঝে কোথাও হারিয়ে গেছে গ্রিটিংস কার্ডের যুগ, তাই ডিজিটাল মাধ্যমেই জানাই হ্যাপি নিউ ইয়ার।

২. পুরনো সময়ের মায়ায় বেঁধে না থেকে এগিয়ে চলো নতুনত্বের খোঁজে, তোমাকে জানাই হ্যাপি নিউ ইয়ার ২০২৫।

আরও পড়ুন: নতুন বছরের শুভেচ্ছা জানাতে হোয়াটসঅ্যাপে যেসব মেসেজ পাঠাতে পারেন

৩. হ্যাপি নিউ ইয়ার!! ভীষণ ভালো কাটুক তোমার জীবন।

৪. নতুন বছরে নতুন নতুন আশা, নতুন স্বপ্নে তোমার জীবন ভরে উঠুক আনন্দে। তোমাকে জানাই হ্যাপি নিউ ইয়ার।

৫. আবারও ৩৬৫টি নতুন সুযোগ এলো তোমার কাছে, প্রমাণ কর নিজেকে। তোমাকে জানাই হ্যাপি নিউ ইয়ার।

wish

৬. নতুন বছরের অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানাই তোমায়

৭. নতুন বছর শুরু কর ভালো অভ্যাস দিয়ে, বই পড়ো গান শোন। এগিয়ে চলো সামনের দিকে। তোমাকে জানাই হ্যাপি নিউ ইয়ার

৮. হ্যাপি নিউ ইয়ার বন্ধু, এভাবেই যেন বছরের পর বছর তোমায় জানাতে পারি শুভেচ্ছা।

আরও পড়ুন: ২০২৫ সালের ক্যালেন্ডার

৯. পুরনো বিবাদ দ্বন্দ্ব ভুলে সবাই আসুক কাছাকাছি, ২০২৫ সবার জন্য হয়ে উঠুক ভীষণ স্পেশাল। তোমাকে জানাই হ্যাপি নিউ ইয়ার।

১০. শুধু বছরের প্রথম দিন নয়, তোমার প্রতি আমার ভালবাসা থাকবে সারা জীবন। তোমাকে জানাই হ্যাপি নিউ ইয়ার ২০২৫।

এজেড