নতুন বছর ২০২৪ সাল দুয়ারে কড়া নাড়ছে। নতুন বছরের শুরুতেই অনেকেই প্রিয়জনদের শুভেচ্ছা বার্তা পাঠান। বিশেষ করে হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ আদান-প্রদান করেন।
প্রিয়জনদের শুভেচ্ছা পাঠানোর জন্য একটি একটি চ্যাট খুলে মেসেজ করা একটি বড় টাস্ক। মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের ব্রডকাস্ট লিস্টে ফিচারটি এই সময় আপনার কাজে আসতে পারে। এই ফিচারের সাহায্যে আপনি একটি মেসেজ একসাথে একাধিক মানুষকে পাঠাতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক কীভাবে সহজে আপনি সমস্ত হোয়াটসঅ্যাপ কন্টাক্টদের একসঙ্গে হ্যাপি নিউ ইয়ার ২০২৫ (Happy New Year 2025) মেসেজ পাঠাতে পারবেন।
বিজ্ঞাপন
ব্রডকাস্ট মেসেজ ফিচার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে একদমই আলাদা। যেখানে সমস্ত ইউজাররা একে অপরের মেসেজ দেখতে পারবেন। তবে ব্রডকাস্ট লিস্ট তৈরি করতে হবে এবং যেখানে মেসেজ পাঠানোর বিক্লপ পাওয়া যাবে।
কীভাবে তৈরি করবেন হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট লিস্ট
সবার প্রথম আপনার ফোনে হোয়াটসঅ্যাপ খুলতে হবে।
এবার এখানে আপনাকে অ্যানড্রয়েড ফোনে স্ক্রিনের উপরে তিনটি ডট দেওয়া। এখানে ট্যাপ করলে নিউ ব্রডকাস্টের অপশন পাওয়া যাবে। তবে আইফোনে নিচের দিকে সেটিং আইকনে ট্যাপ করে ব্রডকাস্ট মেসেজ অপশন পাওয়া যাবে।
বিজ্ঞাপন
নিউ ব্রডকাস্ট অপশনে ক্লিক করে বা আইফোনে নিউ লিস্ট অপশনে ক্লিক করতে হবে।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার ২০২৫
এখন সেই সমস্ত কন্টাক্ট সিলেক্ট করে নিন যাদের আপনি ব্রডকাস্ট লিস্টে যোগ করতে চান এবং মেসেজ পাঠাতে চান।
সমস্ত কন্টাক্ট সিলেক্ট করার পর অ্যানড্রয়েড ফোনে স্ক্রিনে দেখা সবুজ রঙের টিক মার্কে ক্লিক করতে হবে। এবার আপনার ব্রডকাস্ট লিস্ট তৈরি হয় গেছে।
ব্রডকাস্ট লিস্টে মেসেজ পাঠাবেন কীভাবে?
আপনার তৈরি করা ব্রডকাস্ট লিস্ট খুলতে হবে। এখানে আপনি সামান্য চ্যাট ইউন্ডোর মতো দেখতে পারবেন।
আপনার হ্যাপি নিউ ইয়ার ২০২৫ মেসেজ লিখে পাঠান। এছা়ড়া আপনি শুভেচ্ছার সাথে ছবি, ইমোজি, জিফ বা স্টিকার পাঠাতে পারবেন।
মেসেজ লেখার পর শেষে সেন্ড বোতামটি ট্যাপ করতে হবে।
এবার আপনার মেসেজ ব্রডকাস্ট লিস্টে যোগ সমস্ত কন্টাক্ট এর কাছে চলে যাবে।
বলে দি যে ব্রডকাস্ট মেসেজ সেই ইউজারদের কাছে যাবে যারা আপনার কন্টাক্ট সেভ করে রেখেছে হবে। যদি তারা আপনার নম্বর সেভ করে না থাকে তবে আপনার মেসেজ তার কাছে যাবে না। এছাড়া যদি কেউ আপনাকে সেই মেসেজে রিপ্লাই করেন, তবে সেটি আপনার পার্সনাল চ্যাট বক্সে ডায়রেক্ট আসবে।
এজেড