images

তথ্য-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না যেসব আইফোনে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৩০ পিএম

আইফোন ব্যবহারকারীদের দুঃসংবাদ। পুরনো কিছু মডেলের আইফোনে ব্যবহার করা যাবে এই মেসেজিং প্ল্যাটফর্ম। সম্প্রতি এমনই তথ্য জানিয়েছে মেটা। কবে থেকে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে তার সময়সীমাও বেঁধে দিয়েছে জুকারবার্গের সংস্থা।

প্রায় প্রতিদিনই কোনও না কোনও নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। কাজও করছে আগের চেয়ে অনেক দ্রুত এবং মসৃণ। কিন্তু আগামী দিনে যে সব ফিচার আসবে বা মেসেজিং অ্যাপ নিজেকে যে উচ্চতায় নিয়ে যেতে চাইছে, পুরনো মডেলের হার্ডওয়্যারে সে সব সাপোর্ট করবে না। তাই সেই ডিভাইসগুলিতে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে। এর মধ্যে বেশ কিছু জনপ্রিয় আইফোন মডেলও রয়েছে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, কনটেন্ট শেয়ার করা সহজ হলো

ভালো খবর হল, আইফোন ইউজারদের যথেষ্ট সময় দিচ্ছে হোয়াটসঅ্যাপ। তার মধ্যে নতুন ফোন কিনতে হবে কিংবা আপগ্রেড করাতে হবে। নাহলে চ্যাট কিংবা মিডিয়া ফাইল, কিছুই থাকবে না। সব যাবে।

message

হোয়াটসঅ্যাপ বেটা ইনফোর প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে এই পরিবর্তন চালু করবে হোয়াটসঅ্যাপ। অর্থাৎ ইউজাররা হাতে ৫ থেকে ৬ মাস সময় পাচ্ছেন। এর মধ্যেই তাদের আপগ্রেড করাতে হবে। যাতে ভবিষ্যতের আপডেট এবং ফিচার পেতে কোনও অসুবিধা না হয়। তবে শুধু হোয়াটসঅ্যাপ নয়, অ্যাপলও পুরনো আইওএস ভার্সন আর সাপোর্ট করবে না। ফলে এই মডেলগুলির নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়তে চলেছে। 

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ মেসেজে ডাবল ট্যাপ করে দেখুন না কী হয়

এই সমস্ত বিষয় বিবেচনা করে টেক বিশেষজ্ঞরা বলছেন, পুরনো আইফোন যাতে সহজে আপডেট এবং সবরকম ফিচার ব্যবহার করা যায়, তার জন্য সাপোর্ট সিস্টেম তৈরি করা জরুরি। ইউজার যেন পর্যাপ্ত নিরাপত্তা পান। কোনও ঝুঁকি না থাকে।

আইফোনের কোন মডেলগুলোতে আর হোয়াটসঅ্যাপ চলবে না

যে সব আইফোন আইওএস ১৫.১ ভার্সনে চলে, সেই মডেলগুলোতে আর হোয়াটসঅ্যাপ কাজ করবে না। এমন মডেল নিতে হবে যা এর পরের আইওএস ভার্সনে চলে। বর্তমানে আইওএস ১২ ভার্সনেও হোয়াটসঅ্যাপ চলছে। কিন্তু ২০২৫ সালের মে মাসের পর আর চলবে না।

bAD-NEWS

হোয়াটসঅ্যাপকে আরও অপ্টিমাইজ করতে চাইছে মেটা। সে কারণেই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। আবার পুরনো অপারেটিং সিস্টেমে চালানো সম্ভব নয় এমন কিছু নতুন ফিচারও নিয়ে আসতে পারে মেসেজিং অ্যাপ। এমনটাই অনুমান করছে টিপস্টাররা। তবে এমন সিদ্ধান্তের পিছনে কী কারণ, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আইওএস ১৫ বহু পুরনো। তাই টেক বিশেষজ্ঞরা বলছেন, আইফোন ১৩ বা আইফোন ১৪ এ আপগ্রেড করার এটাই সময়। টিপস্টারদের মতে, হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে আইফোন ৫এস, আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাস মডেলেও সমস্যা হতে পারে।

এজেড