বিশ্বের এক নম্বর মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এই প্ল্যাটফর্মটি প্রতিনিয়তই নতুন ফিচার আনে। এসব ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা দুর্দান্ত অভিজ্ঞতা লাভ করেন। সম্প্রতি হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার চালু করেছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা মেসেজে ডবল ট্যাপ করে সহজেই রিঅ্যাকশন দিতে পারবেন।
এই নতুন ফিচারের সাহায্যে মেসেজে রিঅ্যাক্ট করতে আর বেশি সময় লাগবে না। ব্যবহারকারীরা এখন ডবল ট্যাপ করলেই রিঅ্যাকশন ট্রে খুলে ফেলতে পারবেন। এর আগে, মেসেজে রিঅ্যাকশন দিতে হলে সেটিকে কিছুক্ষণ ধরে রাখতে হতো।
বিজ্ঞাপন
হোয়াটসঅ্যাপ বেটা ইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, এই ফিচারটি গুগল প্লে স্টোরে থাকা হোয়াটসঅ্যাপ ফর অ্যানড্রয়েড ২.২৪.২৪.২৪ সংস্করণে দেখা গেছে।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজ টেক্সটে রূপান্তরের উপায়
এই ব্লগ সাইটটি নতুন এই ফিচারের একটি স্ক্রিন শট শেয়ার করেছে, যেখানে এই ফিচারের কার্যকারিতা দেখা যায়। রিপোর্ট অনুসারে, এই ফিচারটি বর্তমানে বিটা ব্যবহারকারীদের জন্য উপলব্ধ এবং শিগগিরই এর স্টেবল সংস্করণ চালু হতে পারে।
বিজ্ঞাপন
নতুন ফিচারটি এলেও, মেসেজ ধরে রেখে রিঅ্যাকশন দেওয়ার আগের পদ্ধতিটিও বজায় থাকবে। ব্যবহারকারীরা তাদের সুবিধা অনুযায়ী যেকোনো পদ্ধতিতে মেসেজে রিঅ্যাক্ট করতে পারবেন। এই ফিচারটি ব্যবহারকারীদের সময় বাঁচাতে সাহায্য করবে।
হোয়াটসঅ্যাপ শিগগিরই স্ট্যাটাস আপডেটে গ্রুপ চ্যাট মেনশন করার ফিচার আনতে চলেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা স্ট্যাটাস আপডেটের মাধ্যমে গ্রুপের সব সদস্যকে একসঙ্গে নোটিফাই করতে পারবেন।
হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার ব্যবহারকারীদের চ্যাটিং অভিজ্ঞতা আরও সহজ এবং মজাদার করবে। ডবল ট্যাপের মাধ্যমে দ্রুত রিঅ্যাক্ট করার সুবিধা এবং স্ট্যাটাস আপডেটে গ্রুপ মেনশন করার মতো ফিচার ব্যবহারকারীদের সময় বাঁচিয়ে আরও কার্যকরী যোগাযোগের সুযোগ এনে দেবে।
এজেড