images

তথ্য-প্রযুক্তি

ফোল্ডিং মোবাইল আনছে ভিভো, জানুন কী ফিচার পাবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৯ অক্টোবর ২০২৪, ১০:৫১ এএম

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ভিভো গ্রাহকদের জন্য নতুন ফোল্ডিং ফোন আনছে। যার মডেল ভিভো এক্স ফোল্ডেবল ৩ প্রো। এই ফোনে দুর্দান্ত কিছু ফিচার রয়েছে। যার স্মার্টফোনপ্রেমীদের মন জয় করবে। 

ডিজাইন ও পারফরমেন্স

ভিভো এই ফোনের ডিজাইনে অনেক কাজ করেছে, এই হ্যান্ডসেটের পেছনে একটি বড় সাইজের ক্যামেরা মডিউল পাওয়া যায়। এছাড়াও, আপনি এই ফোল্ডেবল ফোনটিতে দুইটি ডিসপ্লে, সতর্কতা স্লাইডার এবং দুইটি সেলফি ক্যামেরা সেন্সর দেখতে পাবেন। এই ফোনের  একটি জিনিস ভালো এবং তা হল ফোনটি যখন হাতে ধরা হয়, তখন ফোনের পেছনের অংশে আঙুলের ছাপ দেখা যায় না, যার কারণে ফোনের পেছনের প্যানেল বারবার পরিষ্কার করতে কোনও ঝামেলা হয় না। 

vivo_pic_2

এছাড়া এই ফোনটিতে একটি ৮.০৩ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। যা টু কে প্লাস রেজুলেশন সমর্থন করে এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট সমর্থনের সঙ্গে আসে। ফোল্ড করা হলে, এই ফোনটিতে একটি ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকে যখন  স্ক্রিন পরীক্ষা করা শুরু করাহয়, তখন ডিসপ্লেতে রঙগুলো ভালোভাবে দেখা যাচ্ছে। 

এই ফোনে হাই রেজুলেশনের নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এবং ডিজনি প্লাস হটস্টার অ্যাপ বিল্টইন রয়েছে। 

আরও পড়ুন: ওয়ানপ্লাস ১৩ মডেলে থাকবে শক্তিশালী প্রসেসর ও ক্যামেরা

এই ফোনের স্ক্রিন সাইজ এবং ফোনের রঙগুলোও খুব ভালভাবে দেখা যায়, যার কারণে সিনেমা এবং ওয়েব সিরিজ দেখার মজা দ্বিগুণ হয়ে যায়। সূর্যের আলোতে স্ক্রিনে কন্টেন্ট পড়তে কোনো ধরনের সমস্যা হয়নি, সামগ্রিকভাবে এই ফোনের স্ক্রিন কোয়ালিটি দুর্দান্ত।

কর্মক্ষমতা

স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য, এই ফোনে স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে, এছাড়াও এই ফোল্ডেবল ফোনটিতে ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ রয়েছে। ফোনে দেওয়া এই শক্তিশালী প্রসেসরটি সারাদিনের সমস্ত কাজ খুব ভালভাবে পরিচালনা করে, এই ফোনে ভারী মাল্টিটাস্কিং করার সময় কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না।

vivo_pic

পারফরম্যান্সের কথা বললে, জানাজায় বিজিএমআই, অ্যাসফাল্ট ৯ 9 এর মতো ভারী গ্রাফিক্স গেম এখানে খেলা যায়। এছাড়া ৩০-মিনিটের গেমিং সেশনের পরেও, কোনো সমস্যা হয়না।

ভিভোর ব্র্যান্ডের এই ফোল্ডেবল ফোনটিতে ৫৭০০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে যা ১০০ ওয়াট ওয়্যারড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। এই ফোনের সঙ্গে খুচরা বক্সে ১২০ ওয়াটের একটি চার্জার পাওয়া যাচ্ছে। ১২০ ওয়াট সুপারফাস্ট চার্জিং সহ শক্তিশালী ব্যাটারি মুগ্ধ করেছে।

এছাড়া গেমিং, নেভিগেশন, কলিং, সোশ্যাল মিডিয়ার ব্যবহার, ক্যামেরার ব্যবহার, ওটিটি-তে বিঞ্জ ওয়াচিং এর মতো বিশেষ বৈশিষ্ট রয়েছে এই স্মার্টফোনে। 

চার্জিং স্পিডের কথা বলতে গেলে, এই ফোনের সঙ্গে আসা ১২০ ওয়াট চার্জারের সাহায্যে, এই ফোনটি ০ থেকে ১০০ শতাংশ চার্জ হতে ৫৪ মিনিট সময় নেয়। ফোনের চার্জিং স্পিড এবং ব্যাটারি লাইফ দুটাই দুর্দান্ত।

ক্যামেরা

এই ফোল্ডেবল ফোনটিতে দুইটি ৩২-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং একটি ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোল্ডেবল ফোনের প্রাইমারি ক্যামেরা প্রতিটি আলোক অবস্থায় খুব ভালো ছবি তুলতে সাহায্য করে। শুধু তাই নয়, এই ক্যামেরা দ্রুত অটোফোকাস করে, এর পাশাপাশি, কম আলোতেও ভালো ছবি তুলতে পারে। 

এজেড