চীনের ওয়ানপ্লাস শিগগিরই নতুন ফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে। যার মডেল ওয়ানপ্লাস ১৩। এই ফোনে শক্তিশালী প্রসেসর ও দুর্দান্ত ক্যামেরা ফিচার থাকছে।
ওয়ানপ্লাসের নতুন হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর, ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স থাকতে পারে ওয়ানপ্লাস ১৩ ফোনে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ফোন চুরি হলে সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে, চোরে সাধ্য নেই লক খোলার
সম্ভবত আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাসে ওয়ানপ্লাস ১৩ ফোন বাংলাদেশ ও ভারতে আসবে। তবে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি এখনও।
কী কী ফিচার থাকতে পারে ওয়ানপ্লাস ১৩ ফোনে?
বিজ্ঞাপন
এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট থাকার কথা শোনা গিয়েছে। এই প্রসেসরের গতি আগের চিপসেটের তুলনায় বাড়বে এবং এর সঙ্গে যুক্ত থাকবে বিভিন্ন এআই ফিচার।
ওয়ানপ্লাস ১৩ ফোনে একটি ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এটি একটি কিউএইচডি প্লাস ওলিড ডিসপ্লে হতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।
ওয়ানপ্লাস ১৩ ফোনে একটি শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এর সঙ্গে ১০০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট দেখা যেতে পারে। এর পাশাপাশি ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জিং ফিচারের সাপোর্ট থাকারও সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: এক চার্জে ফোন চলবে ৫০ বছর, যুগান্তকারী আবিষ্কার!
৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর, ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স থাকতে পারে ওয়ানপ্লাস ১৩ ফোনে। অর্থাৎ ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে।
ওয়ানপ্লাস ১৩ ফোন পরিচালিত হতে পারে অ্যানড্রয়েড ১৫ ভিত্তিক অক্সিজেন ১৫ ওস-এর মাধ্যমে। ইউজাররা পাবেন স্মুদ সফটওয়্যার এক্সপিরিয়েন্স।
কেমন হতে চলেছে ওয়ানপ্লাস ১৩ ফোনের ডিজাইন
ডিজাইনের দিক থেকে ওয়ানপ্লাস ১৩ ফোন অত্যন্ত স্টাইলিশ একটি মডেল হতে চলেছে। এই ফোনে থাকতে চলেছে একটি মাইক্রো কোয়াড কার্ভড ডিসপ্লে। ফোনের ব্যাক প্যানেলে থাকবে গোলাকার রেয়ার ক্যামেরা মডিউল। তিনটি ক্যামেরা সেনসরের সঙ্গে এই ক্যামেরা ইউনিটে থাকবে এলইডি ফ্ল্যাশ। এই এলইডি ফ্ল্যাশ থাকবে ছোট্ট চৌকো আকৃতিতে।
এই ফোনটির দাম হতে পারে লাখ খানেক টাকার কাছাকাছি।
এজেড