images

তথ্য-প্রযুক্তি

ফোন নষ্ট হলে ভাঙ্গারি দোকানে বেচে দেন? জানুন কী বিপদ অপেক্ষা করছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০১ অক্টোবর ২০২৪, ১০:৫৩ এএম

ফোন নষ্ট হলে বেশিরভাগ মানুষ ফেলে দেন। কেউবা ভাঙ্গারি দোকান অল্প কিছু টাকার বিনিময়ে বিক্রি করেন। আপনি জানলে অবাক হবেন, ফেলে দেওয়া মোবাইল ফোনটিই সাইবার প্রতারকদের বড় অস্ত্র হতে পারে? 

আরও পড়ুন: কানে দিয়ে গান শোনার সময় হঠাৎ স্যামসাংয়ের ইয়ারবাডস বিস্ফোরণ

মাত্র সপ্তাহ খানেক আগে বাড়ি বাড়ি গিয়ে ফেলে দেওয়া মোবাইল কেনার একটি বড় চক্র ভারতের তেলঙ্গানা রাজ্যে ধরা পড়েছে। এর পরই জানা গেছে রোম হর্ষক কাহিনি। ওই রাজ্যের পুলিশ ও সাইবার সিকিওরিটি ব্যুরো যৌথ অপারেশন চালিয়ে প্রায় চার হাজার নষ্ট মোবাইল বাজেয়াপ্ত করেছে এ রকমই কয়েকজন ভাঙ্গারিওয়ালার কাছ থেকে। তখন সবার মনেই প্রশ্ন জাগে, এত মোবাইল কোন কাজে লাগবে?

old2

কোথায়ই বা পাঠানো হয় সেগুলো? জেরা করতে গিয়ে বেরিয়ে আসে নতুন তথ্য। জানা যায়, এই সব মোবাইল বাড়ি বাড়ি গিয়ে স্বল্পমূল্যে বা বদলে কোনও নতুন জিনিস দিয়ে কিনে নিত ভাঙ্গারিওয়ালারা। এরপর নানা হাত বদল হয়। 

আরও পড়ুন: আপনার স্মার্টফোনের চার্জার আসল নাকি নকল কীভাবে বুঝবেন?

এই সব মোবাইল কিনে অল্পবিস্তর মেরামতি করে চালু করার ব্যবস্থা করা হয়। তারপরে সেগুলো পাঠানো হয় জালিয়াত চক্রের কাছে। যারা মূলত সাইবার প্রতারক। সেই মোবাইলগুলোতে সিম ভরে সাইবার প্রতারকরা অপারেশন চালায়।

আরও পড়ুন: ফোন চার্জ দেওয়ার সময় এই ভুলটি করলে চার্জারে আগুন লাগতে পারে

ভারতের তেলঙ্গানা পুলিশ ইতিমধ্যে সতর্ক করে দিয়েছে এই চক্রের বিষয়ে। তাদের সন্দেহ, এই রকম এজেন্ট বিভিন্ন প্রান্তে আরও ছড়িয়ে রয়েছে। সাইবার অপরাধীরা ফিশিং বা ফোন কল বা মেসেজ করে যে প্রতারণার জাল বিস্তার করছে বিভিন্ন প্রান্তে। সেখানে এই সব ফেলে দেওয়া মোবাইল ও ভুয়া নামে তোলা সিমকার্ডই সবচেয়ে বড় অস্ত্র। তাতে মোবাইলের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি) নম্বরের সূত্র ধরে কোনোভাবেই ধরা যাবে না প্রতারণার  সঙ্গে জড়িতদের।

old_phone

যদি কোনও ভাবে আইএমইআই নম্বরের সূত্র খুঁজে বেরও করে পুলিশ, তা হলেও যিনি প্রথম মোবাইলটি কিনেছিলেন, সে পর্যন্তই পৌঁছাতে পারবেন তদন্তকারীরা। 

আরও পড়ুন: প্যান্টের পকেটে ফোন রাখেন? ৯০%  মানুষ জানেন না কী ভুল করছেন

সেই কারণে সাইবার বিশেষজ্ঞরা বারবারই বলছেন, পুরোনো ফিচার ফোনই হোক বা স্মার্টফোন— এ ভাবে নির্বিচারে ভাঙ্গারিওয়ালার  হাতে দেবেন না। যদি আপনি ওই ফোনটি ব্যবহার করতে না-চান, তা হলে সংশ্লিষ্ট মোবাইল কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন। পুরোনো মোবাইল সেকেন্ড হ্যান্ড বিক্রি করলেও তার রসিদ অবশ্যই কাছে রাখুন।

এজেড