images

তথ্য-প্রযুক্তি

আপনি কি কানে কম শোনেন? অ্যাপল আনছে বিশেষ শ্রবণযন্ত্র

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৬ এএম

যারা কানে কম শোনেন যাদের জন্য বিশেষ শ্রবণযন্ত্র আনছে অ্যাপল। অক্টোবর মাস নাগাদ এই ছোট্ট ডিভাইস বাজারে আসবে। 

ইতিমধ্যেই আমেরিকার খাদ্য এবং ওষুধ নিয়ামক সংস্থার থেকে সেই অনুমতি মিলেছে। এই প্রথম শ্রবণ সংক্রান্ত একটি সফ‌টওয়্যারও চালু করেছে ওই সংস্থা। সব কিছু ঠিক থাকলে চলতি বছরই অক্টোবর মাসে বিশেষ এই এয়ারপড বাজারে আসার কথা।

আরও পড়ুন: আপনি কি বালিশের নিচে ফোন রেখে ঘুমান? জানুন কী ক্ষতি হচ্ছে

দেখতে এক রকম হলেও বিশেষ ধরনের এই এয়ারপডগুলো সাধারণ ইয়ারফোনের থেকে আলাদা। ‘হিয়ারিং এড ফিচার’ বা ‘এইচএএফ’ নামের একটি সফ্‌টঅয়্যারের সাহায্যে অ্যাপ্‌ল এয়ারপড প্রো ২ ইয়ার বাড এবং ইয়ারপডগুলি শ্রবণযন্ত্রের মতো কাজ করবে। কানে ইয়ারফোন গুঁজে অ্যাপ্‌লের আইফোন বা আইপ্যাডের সঙ্গে যুক্ত করলেই যন্ত্রটি কাজ করতে শুরু করবে। এই যন্ত্রটির মাধ্যমে যে শব্দ শোনা যাবে, তা ব্যবহারকারী নিজের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন।

apple_pic

‘এফডিএ’ জানিয়েছে, কানে কম শোনার পেছনে বয়স, শব্দদূষণ তো বটেই, এমনকি শারীরিক বেশ কিছু সমস্যাও থাকতে পারে। 

পরিসংখ্যান বলছে, ছোট-বড় মিলিয়ে আমেরিকার প্রায় ৩ কোটি মানুষ এই সমস্যার সম্মুখীন হয়েছেন। 

বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, কানে কম শোনার সঙ্গে অবসাদ, একাকিত্ব এবং আচরণগত সমস্যার যোগ রয়েছে। ‘হিয়ারিং এড্‌স’ বা শ্রবণযন্ত্র ব্যবহার করলে এই সমস্যাগুলো নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। 

কান-নাক-গলার চিকিৎসকেরাও অ্যাপলের এই ইয়ারপডের ব্যাপারে আশাবাদী। তবে এই যন্ত্রটি একেবারেই প্রাপ্তবয়স্কদের জন্য। বিশেষ এই যন্ত্রটির দাম কী হবে, সে বিষয়ে সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি।

এজেড