রাতে ঘুমানোর সময় অনেকেই বালিশের নিচে ফোন রেখে ঘুমিয়ে পড়েন। অথচ জানার ভুলে বড় ক্ষতি হচ্ছে শরীরের। মোবাইল ফোন বালিশের কাছে নিয়ে ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে প্রমাণিত হয়। জানুন বিস্তারিত।
মোবাইল ফোন বালিশের কাছে রেখে ঘুমোলে কী কী ক্ষতি হতে পারে?
বিজ্ঞাপন
১. মোবাইল থেকে নির্গত ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইলেক্ট্রোম্যাগনেটিক রশ্মি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। আর নির্গত এই রশ্মির সংস্পর্শে এলে মাথাব্যথা, মাথা ঘোরানো, চোখে ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে।
২. মোবাইল ফোন থেকে নির্গত রেডিয়েশন বা রশ্মি ব্রেন টিউমারের মতো রোগের ঝুঁকি বাড়াতে পারে। কারণ মোবাইল ফোন থেকে নির্গত রশ্মি সরাসরি মাথা পর্যন্ত পৌঁছে যেতে পারে।
৩. বালিশের কাছে মোবাইল ফোন রেখে ঘুমোলে এর থেকে নির্গত তাপের কারণে ত্বক সংক্রান্ত একাধিক সমস্যা দেখা দিতে পারে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নতুন ফোন কেনার সময় যে ভুলগুলো অনেকেই করেন
৪. বালিশের কাছে ফোন রেখে ঘুমানোর অর্থ হল, সময়ে সময়ে ব্যবহারকারী এর সঙ্গে কানেক্টেড থেকে যান। আসলে ফোনে অনেক ধরনের তথ্য আসতে থাকে ক্রমাগত। যা ঘুমের ব্যাঘাত ঘটায়। অনেক সময় জেগে থাকা অবস্থায় ব্যবহারকারী এমন কিছু বিষয় নিয়ে চিন্তা করেন, যা তাঁর মানসিক চাপ অনেকাংশে বাড়িয়ে দিতে পারে। সামগ্রিক ভাবে এটি মানসিক চাপ এবং উদ্বেগ সৃষ্টি করে।
৫. মোবাইল ফোন কাছাকাছি রেখে ঘুমোলে ঘুমের গুণমানও প্রভাবিত হয়। কারণ ফোনের স্ক্রিন থেকে নীল আলো নির্গত হয়, যা ঘুমের জন্য দায়ী মেলাটোনিন হরমোনের উৎপাদন কমিয়ে দেয়। এটা ঘুমের গুণমানকে প্রভাবিত করে এবং ঘুমের ভারসাম্য নষ্ট।
এজেড