images

তথ্য-প্রযুক্তি

ফোন পানিতে পড়লে প্রথমেই যে কাজটি করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৩০ আগস্ট ২০২৪, ১১:৪০ এএম

অসাবধানতায় অনেকেরই স্মার্টফোন হাত থেকে স্মার্টফোন পানিতে পড়ে যায়। ফোন ভিজে গেলে করণীয় কী তা অনেকেই জানেন না। জানুন ফোন পানিতে পড়লে যে যে কাজগুলো করবেন। 

ভেজা ফোন কখনই ড্রায়ার দিয়ে শোকানোর চেষ্টা করবেন না। ড্রায়ারের হিট বা গরম হাওয়া ফোনের আরও ক্ষতি করতে পারে। একইসঙ্গে ভেজা ফোন কখনই চার্জে বসাবেন না। তাতে শট সার্কিট হতে পারে।

wet-phn

ফোন পানিতে পড়ে গেলে কখনও ঝাঁকাবেন না বা ফুঁ দেবেন না। তাতে পানি আরও ভেতরে ঢুকে যাওয়ার আশঙ্কা থাকেনা। অনেকে চালের ড্রামে ফোন রেখে দেন। সেটাও করা উচিত নয়। তাতে আরও ময়লা ভেতরে ঢুকে যাওয়ার আশঙ্কা থাকে।

আরও পড়ুন: স্মার্টফোন সুরক্ষিত রাখতে করণীয় কাজগুলো কি আপনি জানেন?

এবার প্রশ্ন হচ্ছে ফোনে পানি ঢুকে গেলে কী করবেন? সবথেকে প্রথমে ফোন পানিতে পড়ে গেলে সেটিতে অফ করে দিন। পারলে সেদিন সারা রাত ফোনটি অফ রেখে দিন। একইসঙ্গে ব্যাটারি, সিম কার্ড, সিম ট্রে, মেমরি কার্ড খুলে আলাদা করে রেখে দিন।

spn

সব থেকে ভালো উপায় হল, বন্ধ ফোনটি মোজায় ভরে নিয়ে সেই মোজার মধ্যে ভ্যাকিউম ক্লিনারের হাওয়া দিন। এই পন্থা মেনে চললে ভ্যাকিউম ক্লিনার ফোনের সব পানি টেনে নেবে। তবে সাবধান, ফোন যেন ভ্যাকিউম ক্লিনারের মধ্যে চলে না যায়, সে দিকে নজর রাখতে হবে।

একটা তোয়ালেতে ফোনটি ভালো করে মুড়ে সেটি বাইরে ছায়ায় রাখুন। ভুলেও রোদে রাখবেন না। পরে ফোন অন করে দেখুন কী পরিস্থিতি। অন না হলে বুঝবেন ব্যাটারি বা মাদার বোর্ড খারাপ হয়েছে। অন হচ্ছে কিন্তু ডিসপ্লে না এলে বুঝতে হবে ডিসপ্লে খারাপ হয়েছে। তখন সার্ভিস সেন্টার যাওয়ার ছাড়া কোনও উপায় নেই।

এজেড