তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৫ এপ্রিল ২০২৪, ০৯:১২ এএম
প্রচন্ড গরমে ভরসা এখন এসি কিংবা বৈদ্যুতিক পাখা। পাখা দুই ধরনের হয়। একটি সিলিং ফ্যান অন্যটি টেবিল ফ্যান। এই ধরনের ফ্যানের মধ্যে কোনটা ভালো, কোনটায় বিদ্যুৎ খরচ কম তা অনেকেই জানেন না। আবার অনেকের মনেই গরমে ঠান্ডা বাতাস বেশি দেয় সিলিং ফ্যানে নাকি টেবিল ফ্যানে? চলুন উত্তর খোঁজা যাক।
গরম বাড়ছে প্রতিদিন। এপ্রিলের শেষ সময়ে এই তাপমাত্রা ৪০ এর কাছাকাছি। শহর থেকে গ্রাম-সবখানেই একই অবস্থা। হাঁসফাঁস মানুষের প্রাণ। সারাদিন ঘুরছে পাখা। ফলে ক্রমশ বাড়ছে বিদ্যুতের বিল। এই পরিস্থিতিতে কোন পাখা লাগালে সাশ্রয় করা যেতে পারে বিদ্যুৎ, খানিকটা কমানো যেতে পারে বিল, তা নিয়ে ভাবনা-চিন্তা করা দরকার।
আরও পড়ুন: সিলিং ফ্যান থেকে এসির মতো ঠান্ডা বাতাস পাওয়ার উপায়
টেবিল ফ্যান নাকি সিলিং ফ্যানের বিদ্যুৎ খরচ কম?
সাধারণত বাসা-বাড়িতে বাড়িতে ফিলিং অথবা টেবিল ফ্যান ব্যবহার করা হয়। এই দুই পাখার ক্ষেত্রেই নির্দিষ্ট ফিচার থাকে। আবার এই দুই পাখায় বিদ্যুৎ খরচও হয় দুই রকম। কোন পাখা চালালে বিদ্যুৎ খরচ কম হতে পারে তা জেনে রাখা খুব জরুরি। পাশাপাশি এও জানা জরুরি কোন ফ্যানে বেশি বাতাস হয়।
সিলিং ফ্যানের মোটর সাধারণত ভারি হয়। তাই তা চালানোর জন্য বিদ্যুতের খরচও বেশি হতে পারে। এই পাখা চালানোর জন্য ৭০ থেকে ৭৫ ওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। এগুলো আধুনিক পাখা, যা আমরা এখন বাড়িতে ব্যবহার করি। পাখা পুরনো হলে তা ১৫০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ করতে পারে। আগে তেমনই হত।
অন্য দিকে, টেবিল ফ্যান চালানোর জন্য মাত্র ৫০ থেকে ৫৫ ওয়াট শক্তি খরচের প্রয়োজন হয়। তবে সমস্ত টেবিল ফ্যানে একরকম বিদ্যুৎ খরচ হয় না। যেসব টেবিল ফ্যান খুব উচ্চগতির হয়, তাদের জন্য বেশি বিদ্যুৎ খরচ হতে পারে। আবার স্ট্যান্ড ফ্যানের ক্ষেত্রেও বিদ্যুৎ খরচের পরিমাণ বেশি। ৬৫ থেকে ১১০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ প্রয়োজন হয় এই পাখা চালাতে।
বোঝাই যাচ্ছে স্ট্যান্ড ফ্যানে বিদ্যুৎ খরচ বেশি, একই সময় টেবিল ফ্যানের বিদ্যুৎ খরচ কিন্তু সিলিং ফ্যানের থেকে কম। তবে সিলিং ফ্যানের বাতাস বেশি। একটি রুমে সিলিং ফ্যান থাকলে বাতাস রুমের কোণায় কোণায় পৌঁছে যায়। অন্যদিকে টেবিল ফ্যান শুধুমাত্র অল্প একটু জায়গায় বাতাস দিতে পারে। যদিও সিলিং ফ্যানের তুলনায় টেবিল ফ্যানের বাতাস ঠান্ডা।
তবে এখন বাজারে নানা রকম বিদ্যুৎসাশ্রয়ী গ্যাজেট পাওয়া যায়। পাখাও তার ব্যতিক্রম নয়। এখন বিভিন্ন সংস্থার সিলিং ফ্যানে বিএলডিসি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই কারণে এই পাখাগুলো মাত্র ২০ থেকে ৩৫ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করেই দিতে পারে শীতল বাতাস। কিন্তু এইসব পাখার দাম একটু বেশি।
বিএলডিসি মোটর একটি উন্নত প্রযুক্তির বৈদ্যুতিক মোটর। তবে একেবারে নতুন নয়। কারণ এটি পুরনো প্রচলিত ডিসি মোটরের একটি উন্নত রূপ বলা যায়। বিএলডিসি মোটর লাগানো সিলিং ফ্যান সবচেয়ে কম পরিমাণে বিদ্যুৎ খরচ করতে পারে।
এজেড