এই গরমে ঠান্ডা বাতাস পেতে এসির বিকল্প নেই। কিন্তু এই শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের দাম অনেক। বিদ্যুৎ খরচও বেশি। তাই সবার সাধ্যে কুলায় না। চাইলে সিলিং ফ্যান থেকেও শীতল বাতাস পেতে পারেন। জানুন কীভাবে।
আরও পড়ুন: ফ্যানের স্পিড কমালে কি বিদ্যুৎ খরচ কমে?
বিজ্ঞাপন
এসির উপকারিতা থাকলেও মাস শেষে বিদ্যুৎ বিল দেখে ঘাম ছুটে যায় বহু মানুষের। তার উপর যে ভাবে তাপপ্রবাহ শুরু হয়েছে তাতে এসি না চালিয়ে থাকতে পারছেন না অনেকেই। কিন্তু, এই না যে সব বাড়িতেই এসি রয়েছে। এখনও বহু মানুষের কাছে গরম থেকে রেহাই পাওয়ার একমাত্র ভরসা সিলিং ফ্যান। তাই আজকে এমন সব টিপস আলোচনা করা হল যার মাধ্যমে ফ্যানের স্পিড বাড়াতে পারবেন এবং বিদ্যুৎ খরচও কমাতে পারবেন। চলুন দেরি না করে শুরু করা যাক।
ব্লেড পরিষ্কার করুন
খুবই সহজ এবং কার্যকরী একটি উপায়। কমবেশি অনেকেই জানেন, সিলিং ফ্যানের যে ব্লেড থাকে তাতে যদি ধুলা-বালি জমে থাকে তাহলে স্বাভাবিক ভাবেই তার গতি কমে যাবে। এর ফলে শুধু গতি না, বিদ্যুৎ খরচও বেড়ে যায়। কারণ পরিষ্কার থাকা অবস্থায় একটি নির্দিষ্ট আরপিএমে ঘুরতে যে শক্তি খরচ হত তা ধুলো জমার ফলে সেই খরচ বেড়ে যাবে।
বিজ্ঞাপন
একই আরপিএমে ঘোরার জন্য আরও শক্তি খরচ করতে হবে। যে কারণে ইউনিট খরচও বৃদ্ধি পায়। তাই আজই বাড়িতে থাকা সমস্ত ফ্যানগুলোর ব্লেড পরিষ্কার করে নিন। ধুলা কণা যাতে না থাকে তা নিশ্চিত করতে হবে। তাহলেই দেখবেন ফ্যানের স্পিড আগের থেকে অনেকটা বেড়ে গিয়েছে।
এনার্জি-এফিসিয়েন্ট ফ্যান ব্যবহার করুন
এনার্জি-এফিসিয়েন্ট ফ্যান সাধারণত প্রচলিত ফ্যানের থেকে অনেক উন্নত হয়। বিদ্যুৎ বিল যাতে কম আসে তা নিশ্চিত করে এই ফ্যানগুলো। এই ধরনের ফ্যান শুধুমাত্র ৩৫ ওয়াট শক্তি খরচ করে, যেখানে প্রচলিত ফ্যানগুলো ৭৫ ওয়াট পর্যন্ত শক্তি খরচ করে। অর্থাৎ প্রতি ফ্যান আপনাকে মাস গেলে প্রায় ১৫০০ টাকার খরচ বাঁচাতে পারে।
শুধু বিদ্যুৎ খরচ নয়, এনার্জি-এফিসিয়েন্ট বা অ্যাক্টিভ-বিএলসিডি প্রযুক্তি সম্পন্ন ফ্যানগুলোর গতিও অনেক বেশি। আরপিএমও খুব ভালো থাকে। বাজারে বর্তমানে অধিক আরপিএম সম্পন্ন ফ্যান এসে গিয়েছে। যেখানে রিমোট কন্ট্রোল এবং পাওয়ার সেভিং সুবিধাও রয়েছে।
আবার কিছু ফ্যান অ্যান্টি ডাস্ট প্রযুক্তির সঙ্গেও পাওয়া যায়। অর্থাৎ এই ফ্যানগুলোর ব্লেডে ধুলাবালি জমা হয় না। ফলে ভালো হাওয়া পাওয়া যায়। সেই হাওয়া ঘরের কোনা পর্যন্ত পৌঁছায়।
এই টিপসগুলো মেনে চললে এসি না চালিয়ে পর্যাপ্ত ঠান্ডা বাতাস পেতে পারেন আপনি।
এজেড