তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৮ এপ্রিল ২০২৪, ১১:৫১ এএম
আজ সোমবার ৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী থাকবেন অনেকে। এবার জেনে নিন, ঠিক কত ক্ষণ চলবে এই গ্রহণ। বাংলাদেশ থেকে কি গ্রহণ দেখা যাবে?
আরও পড়ুন: বছরের প্রথম সূর্যগ্রহণ আজ, জানুন কখন
মেক্সিকো থেকে কানাডা পর্যন্ত হবে এই গ্রহণ। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ব। তবে বাংলাদেশ ও ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না।

সূর্যগ্রহণের সময় চাঁদ সম্পূর্ণরূপে সূর্যকে ঢেকে ফেলবে বেশ কয়েক মুহূর্তের জন্য। গত ২৫ মার্চের চন্দ্রগ্রহণের পর এটি ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ।
এই সূর্যের ছায়া যেখানে পড়বে সেই জায়গাই সম্পূর্ণ অন্ধকারে ঢেকে যাবে।
নাসার মতে, চাঁদ যখন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে তখন সেই অবস্থাকে বলা হয় সামগ্রিকতা। যা কয়েক মিনিটের জন্য স্থায়ী হবে। ৮ এপ্রিল হতে চলা পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সামগ্রিক সময়সীমা ২০১৭ সালের গ্রহণের তুলনায় কিছুটা বেশি হবে। যা খুবই বিরল।

সূর্যগ্রহণের দিন আকাশে নজর টানবে দুই গ্রহ, শুক্র ও বৃহস্পতি। সব মিলিয়ে জ্যোতির্বিজ্ঞানের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
সূর্যগ্রহণ কখন হবে?
৮ এপ্রিল বাংলাদেশের সময়, রাত ৯টা ৪৩ মিনিট থেকে রাত ২টা ৫২ মিনিটের মধ্যে এই সূর্যগ্রহণ হবে। ফলে ভারত , বাংলাদেশ এবং আশেপাশের অঞ্চলে থেকে সেটা দেখা যাবে না। এই সূর্যগ্রহণ দেখা যাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার কয়েকটি জায়গা থেকে । সেই সঙ্গে ক্যারিবিয়ান অঞ্চলের বিভিন্ন দেশের পাশাপাশি কলম্বিয়া, ভেনেজুয়েলা, স্পেন, ব্রিটেন, আয়ারল্যান্ড, পর্তুগাল ও আইসল্যান্ডের কয়েকটি স্থান থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
এজেড