আজ ৮ এপ্রিল সূর্যগ্রহণ হবে। এটি ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ। এটি একটি বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। গ্রহ ও নক্ষত্রের বিশেষ ভূমিকা রয়েছে আমাদের জীবনে। এর মধ্যে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণও গুরুত্বপূর্ণ। ২০২৪ সালেও চারটি গ্রহণ হবে। এর মধ্যে দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ। ইতিমধ্যেই প্রথম চন্দ্রগ্রহণ ঘটে গিয়েছে৷ ৮ এপ্রিল অর্থাৎ আজ হবে বছরের প্রথম সূর্যগ্রহণ৷
সূর্যগ্রহণের সময় করণীয়
বিজ্ঞাপন
সূর্যগ্রহণের সময় সূর্যের দিকে সরাসরি তাকাতে নিষেধ করা হয়। এটি অবশ্যই মানবেন। সূর্যগ্রহণ দেখতে কাঁসার পাত্রে পানি সেই পানির দিকে তাকিয়ে গ্রহণ দেখা হতো প্রাচীণকালে। বর্তমানে কাজে লাগে না এমন এক্স-রে প্লেট দিয়ে অনেকেই সূর্যগ্রহণ দেখেন। এখন অবশ্য বিশেষ রোদচশমা দিয়ে সূর্যগ্রহণ দেখা যায়।
আরও পড়ুন: জীবনে একবারই দেখা যাবে এই দৃশ্য
সূর্যগ্রহণ সম্পূর্ণ বৈজ্ঞানিক। বিজ্ঞান থাকলেও গ্রহণ নিয়ে কিছু লোকাচার রয়েছে। যা নিন্তান্তই কুসংস্কার। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।

বিজ্ঞাপন
বিশ্বাস রয়েছে যে সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের নিজেদের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। সূর্যগ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গর্ভবতী মহিলাদের ঘর থেকে বের হওয়া উচিত নয়। সূর্যগ্রহণের পার্শ্ব প্রতিক্রিয়া শিশুর উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয়।
সূর্যগ্রহণ কখন হবে?
৮ এপ্রিল বাংলাদেশের সময়, রাত ৯টা ৪৩ মিনিট থেকে রাত ২টা ৫২ মিনিটের মধ্যে এই সূর্যগ্রহণ হবে। ফলে ভারত , বাংলাদেশ এবং আশেপাশের অঞ্চলে থেকে সেটা দেখা যাবে না। এই সূর্যগ্রহণ দেখা যাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার কয়েকটি জায়গা থেকে । সেই সঙ্গে ক্যারিবিয়ান অঞ্চলের বিভিন্ন দেশের পাশাপাশি কলম্বিয়া, ভেনেজুয়েলা, স্পেন, ব্রিটেন, আয়ারল্যান্ড, পর্তুগাল ও আইসল্যান্ডের কয়েকটি স্থান থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

বাংলাদেশ থেকে সূর্যগ্রহণ দেখার উপায়
বাংলাদেশ, ভারত এবং আশেপাশের অঞ্চল থেকে থেকে সূর্যগ্রহণ দেখা না গেলেও চাইলে নাসার ওয়েবসাইট থেকে সরাসরি পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। ফলে সূর্যগ্রহণ দেখতে আগ্রহী ব্যক্তিরা সহজেই স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে সরাসরি পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পারবেন। জ্যোতির্বিজ্ঞানীরা জানান, চলতি বছর দুটি আংশিক সূর্যগ্রহণও দেখা যাবে।
৮ এপ্রিলের সূর্যগ্রহণ কেন বিরল?
জ্যোতির্বিজ্ঞানীরা জানান, এই সূর্যগ্রহণ হতে চলেছে বিরল। তারা জানিয়েছেন, এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে বিশ্ববাসী! কারণ, ৫০ বছর পর হতে চলেছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণটি ১৮০৬ সাল থেকে মার্কিন ইতিহাসে দীর্ঘতম গ্রহণ হবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, শেষ বার এই দীর্ঘ পূর্ণগ্রাস গ্রহণ হয়েছিল ১৯৭৩ সালে। এই রকম দৃশ্য আবার দেখার আরও অনেক বছর অপেক্ষা করতে হবে।
এজেড

