তথ্যপ্রযুক্তি ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৮ পিএম
চীনের স্মার্ট গ্যাজেট নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস আনল নতুন ফোন। মডেল ওয়ানপ্লাস নর্ড এ৩০ এসই। এটি একটি সাশ্রয়ী দামের ফোন। জানুন এই ফোনের দাম ও ফিচার।
আরও পড়ুন: স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ফোনে ছাড় পাবেন বাংলালিংক গ্রাহকরা
ওয়ানপ্লাসের নতুন এই ফোনটি নর্ড এন২০ এই মডেলের আপগ্রেডেড সংস্করণ। এই ফোনটিতে একটি ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে।
প্রসেসর ও সফটওয়্যারের কথা বললে, এই ফোনে প্রসেসরের জন্য মিডিয়াটেক ডায়মেনসিটি ৬০২০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যানড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেম অর্থাৎ অক্সিজেন ওএস-এ কাজ করে।

ক্যামেরার দিকেও বিশেষ নজর রেখেছে কোম্পানিটি। এই ফোনের পিছনে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনের সামনের অংশে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৩৩ ওয়াটের দ্রুত চার্জিং সাপোর্ট করে। এই ফোনে কানেক্টিভিটির জন্য কোম্পানি ৫জি, জিপিএস, এনএফসি, ব্লুটুথ ৫.৩ এবং ইউএসবি টাইপ সি পোর্টের মতো অনেক ফিচার দিয়েছে।

ওয়ানপ্লাস এই ফোনটি শুধুমাত্র ভেরিয়েন্টে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ পাবেন।
কোম্পানি এই ফোনটিকে ওয়ানপ্লাসের গ্লোবাল ওয়েবসাইটেও তালিকাভুক্ত করেছে। এই ফোনটির দাম ১৬০ ইউরো।
এজেড