images

তথ্য-প্রযুক্তি

দুর্দান্ত ফিচারের ফোন আনছে ভিভো

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৪ জানুয়ারি ২০২৪, ০৯:৪২ এএম

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দুর্দান্ত প্রসেসরের নতুন ফোন আনছে। মডেল ভিভো ওয়াই ১০০ ৫জি। এই ফোনে থাকছে কোয়ালমের লেটেস্ট প্রসেসর। এর ক্যামেরা সেটআপও হবে জম্পেশ। ফোনটির বাদবাকি ফিচার জানুন। 

আরও পড়ুন: টেকনো স্পার্ক ২০: সাশ্রয়ী দামের ফোন

২০২৩ সালে ভিভো ওয়াই ১০০ মডেল বাজারে এনেছিল। যা কালার চেঞ্জিং প্রযুক্তির সঙ্গে এসেছিল। এখন জানানো হয়েছে যে কোম্পানি এই ফোনের একটি নতুন মডেল নিয়ে কাজ করছে। যা ভিভো ওয়াই ১০০ ৫ জি নামে বাজারে আসবে। এই নতুন সংস্করণের স্পেসিফিকেশনও ফাঁস হয়েছে। চলুন এই ফোনটির সম্পূর্ণ বিবরণ জেনে নিন।

ভিভোর নতুন এই ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট, ৮ জিবি র‌্যাম এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি।

vivo

এই ভিভো ফোনটি একটি ৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সর, একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেল তৃতীয় সেন্সর সমর্থন করবে। ফোনটি একটি বড় ৬.৬৭ ইঞ্চি স্ক্রিনের সঙ্গে লঞ্চ হতে পারে।

সাম্প্রতিক একটি লিক অনুসারে, পাঞ্চ-হোল স্টাইলের ডিসপ্লেটি একটি অ্যামোলিড প্যানেলে নির্মিত হবে। যা ৯০ হার্জ রিফ্রেশ হারে চলবে। এটি ১২০০ নিটস উজ্জ্বলতাও পেতে পারে। এছাড়াও, এই ভিভো স্মার্টফোনের পুরুত্ব হবে ৭.৭৯ মিলিমিটার।

ফোনটিতে ৮ জিবি ফিজিক্যাল র‌্যামের পাশাপাশি ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম থাকবে। এর স্টোরেজ হবে ১২৮ ও ২৫৬ জিবি। এছাড়াও ১৬ জিবি র‌্যামের টপ ভার্সনও পাওয়া যাবে। 

vivo-2

নিরাপত্তার জন্য ফোনটি একটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেতে পারে। ফোনটিতে চামড়ার ফিনিশ এবং অ্যান্টি-স্টেইন লেপ থাকতে পারে। এই মোবাইলটি আইপি৫৪ রেটিংসহ বাজারে আসতে পারে। 

ভিভো ওয়াই ১০০ ৫জি  ফোনের এই নতুন মডেলটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে। এই লিক অনুসারে, এই বড় ব্যাটারিটিকে দ্রুত হারে চার্জ করতে ফোনটিতে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকতে পারে।

এজেড